কসবা আইন কলেজে (Kasba Law College) আলোড়ন ফেলা গণধর্ষণ মামলায় অবশেষে চার্জশিট জমা পড়ল। ঘটনার ৫৮ দিন পর আলিপুর আদালতে শনিবার ৬৫০ পাতারও বেশি নথি জমা দিল তদন্তকারী সংস্থা। চার্জশিটে মোট চারজনের বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনা হয়েছে। অভিযুক্তরা হলেন মনোজিৎ মিশ্র (Manojit Mishra), জায়েব আহমেদ (Jaieb Ahmed), প্রমিত মুখোপাধ্যায় (Pramit Mukhopadhyay) এবং কলেজের নিরাপত্তারক্ষী পিনাকী বন্দ্যোপাধ্যায় (Pinaki Bandyopadhyay)।
সূত্রের খবর, চার্জশিটে ৮০ জনেরও বেশি সাক্ষীর বয়ান লিপিবদ্ধ করা হয়েছে। ফরেনসিক নমুনা, ডিজিটাল প্রমাণ এবং একাধিক গুরুত্বপূর্ণ সাক্ষীর বক্তব্যও এতে অন্তর্ভুক্ত। পুলিশ জানিয়েছে, তদন্তে পাওয়া তথ্যপ্রমাণের ভিত্তিতেই এই চার্জশিট আদালতে পেশ করা হয়েছে।
একটি মন্তব্য পোস্ট করুন