পহেলগাঁওয়ের জঙ্গি হামলায় পাকিস্তানের যোগ আরো স্পষ্ট হলো। তিনজন মৃত জঙ্গির থেকে মিললো পাক ভোটার কার্ড ও স্লিপ।
কদিন আগেই অমিত শাহ সাংসদে ঘোষণা করেছিলেন, 'অপারেশন মহাদেব' চলাকালীন নিকেশ করা হয়েছে তিন সন্ত্রাসবাদীকে যারা সরাসরি পহেলগাঁও হামলার সঙ্গে যুক্ত। তদন্তের পর তাঁদের কাছ থেকে এক-৪৭, কারবাইন সহ নানা বিদেশ থেকে আমদানি করা আগ্নেয়াস্ত্র পাওয়া যায়। সেই তদন্তই আর স্পষ্টতর হলো। সুলেমন শাহ ও আবু হামজার কাছ থেকে মিললো পাক ভোটার কার্ড ও স্লিপ।
উদ্ধার করা দুটি স্লিপের ভোটার সিরিয়াল নম্বর: এনএ-১২৫ এবং এনএ-৭৯। সঙ্গে মিলেছে ন্যাশনাল ডেটাবেস ও রেজিস্ট্রেশন অথরিটির স্মার্ট আইডি চিপ। ভারতীয় সেনার দাবি, ইতিমধ্যেই পাক নির্বাচন কমিশন উদ্ধার করা স্লিপ দুটি ইস্যু করেছে।
একটি মন্তব্য পোস্ট করুন