NT Bangla: আবারও আবহাওয়া দফতর সুত্র অনুযায়ী ফের সক্রিয় হয়েছে বর্ষা। যার জেরে আবার বৃষ্টির ভোগান্তি। হবে একটানা লাগাতার বৃষ্টি। ফলে আবারও জল বাড়ার পূর্বাভাস বন্যা কবলিত এলাকাগুলোতে।
কয়েকদিনের জন্য বিরতি নিয়েছিল বৃষ্টি। তারপর ফের আবার বৃষ্টির খেলা শুরু বঙ্গে। একটানা লাগাতার বৃষ্টি হচ্ছে গোটা বাংলায়। দফায় দফায় বৃষ্টির পূর্বাভাস কলকাতা সহ একাধিক জেলায়। রিপোর্ট অনুযায়ী ফের সক্রিয় হয়েছে বর্ষা। যার জেরে আবার ভোগান্তি। হবে একটানা লাগাতার বৃষ্টি। ফলে আবারও জল বাড়ার পূর্বাভাস বন্যা কবলিত এলাকাগুলিতে। কয়েকদিন আগেই ভেসে গিয়েছরএকাধিক জেলা। বাড়ি ঘর হারিয়ে ত্রাণ শিবিরে আশ্রয় নিতে হয়েছে মানুষদের।
আলিপুর আবহাওয়া অফিস বলছে, মৌসুমি অক্ষরেখার জেরে বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে। আগামী পাঁচ দিন টানা ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি হয়েছে।বৃহস্পতিবার থেকে রবিবার অব্দি টানা বৃষ্টি চলবে বঙ্গে। সাথে বইতে পারে ঝোড়ো হাওয়া। বৃষ্টির সাথে সাথে বজ্র বিদ্যুতের সম্ভাবনা রয়েছে বেশ কিছু এলাকাতে। কলকাতা সহ দুই মেদনীপুর, দুই ২৪ পরগণা, নদীয়া, বাঁকুড়া, মুর্শিদাবাদ সহ আর দক্ষিনের কিছু অঞ্চলে ভারী বৃষ্টির দাপট লক্ষ্য করা যাবে। শুক্র ও শনিবার বৃষ্টির তীব্রতা আরও বাড়বে বলে জানা গিয়েছে।
দক্ষিনবঙ্গের পাশাপাশি উত্তবঙ্গেও বৃষ্টির সুত্রপাত দেখা যাবে। উত্তরবঙ্গের তিস্তা সংলগ্ন এলাকাগুলি লাল সতর্কতা জারি হয়েছিল। ক্রমাগত বৃষ্টিতে জল পেয়ে দুকুল ছাপিয়ে গিয়েছিল গোটা এলাকা। সেই কয়েকদিনের মধ্যেই আবারও বৃষ্টির পূর্বাভাস। উত্তরের মালদহ, আলিপুরদুয়ার, শিলিগুড়ি, কোচবিহার অঞ্চলে ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে।
তবে পরের সপ্তাহ থেকে কিছুটা হলেও বৃষ্টি কমার আশঙ্কা লক্ষ্য করা যাবে বলে জানায় আলিপুর আবহাওয়া দফতর।
একটি মন্তব্য পোস্ট করুন