Top News

আরজি কর কাণ্ডে বিস্ফোরক মোড়! কুণালের বিরুদ্ধে টাকা দিয়ে রফার চেষ্টার অভিযোগ, প্রমাণ হিসেবে প্রকাশ্যে এল হোয়াটসঅ্যাপ চ্যাট

 


কলকাতা: আরজি কর কাণ্ডে নতুন বিতর্ক। তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ আনলেন তিলোত্তমার বাবা-মা। তাঁদের দাবি, কুণাল ঘোষ নাকি টাকা দিয়ে পুরো বিষয়টি মিটিয়ে নেওয়ার প্রস্তাব দিয়েছিলেন। এর প্রমাণ হিসেবে তাঁরা সাংবাদিকদের সামনে একটি হোয়াটসঅ্যাপ চ্যাটও দেখিয়েছেন।

বুধবার মানহানির নোটিস ইস্যুতে সাংবাদিকদের মুখোমুখি হন তিলোত্তমার বাবা-মা। সেখানে কুণাল ঘোষের বিরুদ্ধে অভিযোগের বন্যা বইয়ে দেন তাঁরা। তিলোত্তমার মা বলেন, "উনি টাকা দিয়ে বিষয়টা মিটিয়ে নেওয়ার চেষ্টা করেছিলেন। আমাদের বাড়িতে আসেননি, তবে বলেছিলেন এত টাকা দিচ্ছি, আপনারা মিটিয়ে নিন।"


অন্যদিকে, তিলোত্তমার বাবা সাংবাদিকদের সামনে তাঁর ফোন বের করে কুণাল ঘোষের সঙ্গে হওয়া একটি হোয়াটসঅ্যাপ চ্যাট দেখান। চ্যাটে কুণাল ঘোষের নাম লেখা ছিল 'TMC Kunal Ghosh'। তিনি বলেন, "কুণাল ঘোষ আমাকে প্রচুর মেসেজ করেছেন, বিভিন্ন বিষয়ে পরামর্শও দিয়েছেন।" তবে তিনি স্বীকার করেন, টাকার প্রস্তাব সংক্রান্ত কোনো কল রেকর্ডিং তাঁর কাছে নেই, কারণ তা হোয়াটসঅ্যাপ কল ছিল।


এই অভিযোগের উত্তরে কুণাল ঘোষ বলেন, "আক্রমণের পর এখন এতদিন পর এসব বলছেন? আমি হাত জোড় করে বলছি, আপনার কাছে কোর্টের সমন যাবে, তখন সব তথ্য-প্রমাণ বিচারককে দেখাবেন। রহস্য তৈরি না করে সাংবাদিকদের হাতে প্রিন্ট আউট তুলে দিন।" তিনি আরও বলেন, তিনি যা মেসেজ লিখেছেন, তা জনসমক্ষে এলে মানুষ তাঁর সততা বুঝবে। কুণাল ঘোষের দাবি, তিলোত্তমার মৃত্যুর উপর দাঁড়িয়ে তিনি নিজের ইমেজ বিল্ডিং করতে চান না, তাই এসব চ্যাট এতদিন প্রকাশ করেননি।

Post a Comment

নবীনতর পূর্বতন