Top News

নদীয়া থেকে নবান্ন অভিযানে তামান্নার মা ও বাবা

বিদিশা রায়,কলকাতা,৯ই আগস্ট, ২০২৫-অভয়ার মৃত্যুর পর কেটে গেল ঠিক একটি বছর। তাই গতকাল রাত থেকেই রাজপথে নেমেছে কলকাতাসহ বিভিন্ন এলাকার শতশত মানুষ। অভয়ার ঘটনার পর একইভাবে আরও যে কত অভয়ার প্রাণ গেছে তা হয়ত হাতে গুনে বলা সম্ভব নয়। নিউটাউন থেকে নদীয়া সবদিকেই প্রায় একই ছবি। তবে সবক্ষেত্রেই একটি বিষয় "common " সব ঘটনার সাথে কোনো না কোনো ক্ষমতাশালী রাজনৈতিক ব্যক্তিত্বরা জড়িত। ৯ই আগস্ট অভয়া কান্ডের প্রতিবাদে রাস্তায় নেমেছিলেন নদীয়ার কালীগঞ্জের তামান্নার মা। কি তামান্নার কে চিনতে পারছেন না তো? প্রতিদিন কত তামান্না এই দেশের মাটি থেকে মুছে যায়,তার তো কোনো খবরই পাইনা।তবে এখানে তামান্না একটু আলাদা।কারণ তার পাশে আছে তার মা। যে তার মেয়ে তামান্নার মৃত্যুর সুবিচার চেয়ে নদীয়া থেকে কলকাতার রাজপথ সর্বত্র হেঁটে বেড়াতে রাজি।


আজ তামান্নার মৃত্যুর আটচল্লিশ দিন হয়ে গেলেও সমস্ত দোষীরা এখনো পর্যন্ত গ্রেপ্তার হয়নি। তাই নদীয়ার মোলান্দি গ্রাম থেকে ৯ই আগস্ট নবান্ন অভিযানে সামিল হত্তয়ার জন্য কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন তমন্নার পরিবার। নদীয়ার পলাশীর স্টেশন থেকে তারা কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। অভয়ার পরিবারের সাথে তারাও বিচার চাইতে মিছিলে শামিল হতে ট্রেনে চড়ে সিপিএম কর্মী সমর্থকদের সঙ্গে কলকাতা রওনা দিয়েছিলেন। কালিগঞ্জ উপনির্বাচনের ফলাফলের দিন বোমার আঘাতে মৃত্যু হয় তমান্নার। এরপর এখনো পর্যন্ত অধিকাংশ অভিযুক্ত অধরা। তিনিও নিজের মেয়ের খুনের বিচার সহ অভয়ার বিচার চাইতে আজ কলকাতায় তিলোত্তমার বাবা-মায়ের সঙ্গে পা মেলাবেন নবান্ন অভিযানে। কারণ তার কাছে তামান্না আর অভয়া দুইজনই তার মেয়ে। আর  নিজের মেয়েদের সুবিচারের আশায় সে রাস্তায় বারবার নামবে। যতদিন না তারা সুবিচার পাচ্ছে। তামান্নার মা সাবিনা বিবি আরও জানান যতক্ষণ না পর্যন্ত ২৪ জন অভিযুক্ত ধরা পড়ছে ততক্ষণ পর্যন্ত তিনি থেমে থাকবেন না। যেখানে আন্দোলন করতে হয় সেখানে পর্যন্ত তিনি যাবেন। তাকে কোনমতেই থামানো যাবে না বলেই জানান। একদিকে যেমন নিজের সন্তানকে তিনি হারিয়েছেন অন্যদিকে অভয়ার মা-বাবাও তার সন্তানকে হারিয়েছে। তাই দুই মেয়ের বিচারের জন্য নদীয়া থেকে কলকাতার পথে তামান্নার মা ও বাবা বারংবার হাঁটবে।



Post a Comment

নবীনতর পূর্বতন