তৃণমূলের নাম নিয়ে কটাক্ষ করে এক্স হ্যান্ডেলে পোস্ট নরেন্দ্র মোদীর। কাল মেট্রো উদ্বোধনের কর্মসূচি নিয়ে কোলকাতায় আসেছেন তিনি।
আগামীকাল, ২২ আগস্ট, শহরের বুকে তিনটি মেট্রো রুটের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নোয়পাড়া-জয় হিন্দ বিমানবন্দর, শিয়ালদহ-এসপ্ল্যানেড ও বেলেঘাটা-হেমন্ত মুখোপাধ্যায় রুটে মেট্রো চলাচল শুরু হবে কাল থেকে। তবে বাংলায় আসার আগে তাঁর এক্স হ্যান্ডেলে তৃণমূলকে বিঁধলেন মোদী। "তৃণমূলের ওপর জনরোষ বাড়ছে..পশ্চিমবঙ্গের মানুষ উন্নয়নমূলক কাজে বিজেপির দিকেই তাকিয়ে আছে।": এমনই লেখেন তিনি। অন্য একটি পোস্টে প্রধানমন্ত্রী লেখেন, আগামীকাল বঙ্গে ও বিহারে নানান উন্নয়ন সহায়ক অনুষ্ঠানে তিনি অংশগ্রহণ করবেন।
মোদীর তৃণমূল 'বিরোধী' পোস্ট রাজ্য রাজনীতিতে কতোটা প্রভাব ফেলবে সেটা সময় বলবে। তবে মেট্রো উদ্বোধনের কার্যক্রমে সাধারণ যাত্রীরা উপকৃত হবেন।
একটি মন্তব্য পোস্ট করুন