সোমবার জামিন পেলেন শিক্ষামন্ত্রীর গাড়ি হামলায় অভিযুক্ত যাদবপুরের প্রাক্তনী হিন্দোল মজুমদার। স্পেন থেকে কোলকাতা আসার পর গ্রেফতার করা হয়েছিলো তাঁকে।
পুলিশি হেফাজতের পর আজ তাঁকে তোলা হয় আলিপুর আদালতে। সূত্রের খবর, তদন্তির বিশেষ অগ্রগতি হয় না। আদালত সূত্রে এও জানা গিয়েছে, হিন্দোলের বিরুদ্ধে অভিযোগ কতোটা ভিত্তিহীন, তাও তুলে ধরেন অভিযুক্তর আইনজীবী। শেষমেশ ১০০০ বন্ডে জামিন দেওয়া হলো হিন্দোলকে। কোর্ট থেকে বেরোনোর সময়ে বেশ কটাক্ষের সুরেই হিন্দোল বলেন, "পুলিশ খুব ভালো কাজ করেছে। পুলিশকে নিয়ে আমার কোনও আপত্তি নেই।"
বর্তমানে স্পেনে গবেষণারত হিন্দোল মজুমদার। গত ১ মার্চ যাদবপুর বিশ্ববিদ্যালয়ে একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। সেই দিন তাঁর গাড়িকে ঘিরে ধরে হামলার অভিযোগ ওঠে। স্পেনে বসেই হিন্দোল সেই হামলার পরিকল্পনা করেন বলে দাবি ছিল পুলিশের। প্রতিবাদে সরব হন যাদবপুরের প্রাক্তনী ও ছাত্র-ছাত্রীরা।
একটি মন্তব্য পোস্ট করুন