Top News

চললো সাবমেরিন ধ্বংসের মহড়া! ট্রাম্প বনাম রাশিয়া-চিন?

 সাবমেরিন ধ্বংসের মহড়া শুরু করলো চিন ও রুশ নৌসেনা। রবিবার থেকে একসাথে সমুদ্রপথে আক্রমণের মহড়া শুরু করলো দুটি রাস্ট্র।




রবিবার থেকে তিনদিনের মহড়া চালাতে শুরু করে দিলো রাশিয়া এবং চিন। সাবমেরিন ধ্বংস করার এই মহড়ার নাম দেওয়া হয়েছে "জয়েন্ট সি ২০২৫"। এই মহড়া শুরুর পর থেকেই আন্তর্জাতিক মহলে চলছে আলোচনা। 



ইউক্রেনে আগ্রাসন চালানোর পর থেকেই রাশিয়ার ওপর ক্ষিপ্ত মার্কিন প্রেসিডেন্ট সহ নেটো দেশগুলির প্রধানরা। কয়েকদিন আগে ডোনাল্ড ট্রাম্প রাশিয়াতে দুটি পরমাণু সাবমেরিন পাঠাবেন বলে হুমকি দেন। পরে এও জানান যে যথাস্থানে তা মোতায়েন হয়ে গিয়েছে। সেই কারণেই এই পরিকল্পনা দুই রাস্ট্রের? বিশেষজ্ঞদের মতে, ট্রাম্পের এই হুমকি আর রুশ ও চিন নৌসেনার এই কার্যক্রমের যোগ থাকলেও থাকতে পারে। যদিও এই ভাবনা সম্পূর্ণ অস্বীকার করে দুই রাস্ট্র। নিছকই আত্মরক্ষার কারণে এই মহড়া চলেছে বলে জানানো হয়।

Post a Comment

নবীনতর পূর্বতন