Top News

মেঘ ভাঙ্গা বৃৃষ্টি , বৈষ্ণোদেবীতে মৃত্যুমিছিল

 জম্মু ও কাশ্মীরে প্রবল বৃষ্টিপাতের জেরে মোট ১০জনের। তাছাড়া বৈষ্ণোদেবীর মন্দিরের পথে ৬জন প্রান হারিয়েছেন। জম্মু ও কাশ্মীরের কাটরায় বৈষ্ণোদেবীর ত্রিকূটা হিলে ধসের ঘটনায় এখনও পর্যন্ত ৩০ জনের মৃত্যু হয়েছে৷ প্রবল দুর্যোগের আবহে জম্মু ও কাশ্মীর জুড়ে ধস এবং হড়পা বানের ঘটনা ঘটছে৷ এই পরিস্থিতিতে বাধ্য হয়েই বৈষ্ণো দেবীতে ভক্তদের যাত্রা স্থগিত রেখেছে প্রশাসন৷ 
                                     মন্দিরে যাওয়ার পথে বড়সড় ভূমিধ্বসের কথা মন্দির বোর্ডের তরফে জানানো হয়েছে। বাড়ি ধসে ২ এবংবন্যায় আরও ৬ জনের প্রান গেছে। তাছাড়াও NH244 এ যান চলাচল বন্ধ আছে। ভেঙে গিয়েছে ব্রিজ, মোবাইল টাওয়ার, বিদ্যুতের খুঁটি। বিভিন্ন মোবাইল টাওয়ার ভেঙে পড়ায় বিস্তীর্ণ এলাকা জুড়ে কমিউনিকেশন পরিষেবা বিচ্ছিন্ন৷ তাতে আরও বাড়ছে সমস্যা৷ জম্মু ও শ্রীনগর এবং কিশতওয়াড়-ডোডা হাইওয়ের মধ্য দিয়ে যাতায়াত স্থগিত রাখা হয়েছে৷ এছাড়াও বহু পাহাড়ি রাস্তা হয় ক্ষতিগ্রস্ত, নয় বন্ধ৷ জম্মু গামী ও জম্মু থেকে আসা বহু ট্রেনও বাতিল৷


জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ রাজ্যের বর্তমান পরিস্থিতিকে অত্যন্ত গুরুতর বলে উল্লেখ করেছেন৷ পরিস্থিতি পর্যালোচনায় উচ্চ পর্যায়ের বৈঠক ডেকেছেন তিনি৷ জেলা প্রশাসনকেও অ্যালার্ট থাকার নির্দেশ দেওয়া হয়েছে৷ ঝিলম নদীর জলস্থর বেড়ে যাওয়ার বিষয়েও সতর্ক করা হয়েছে। তাছাড়াও পঞ্জাব ও হিমাচলেও অবস্থা সংকটজনক ।  

Post a Comment

নবীনতর পূর্বতন