Top News

শহরের প্রেক্ষাগৃহে চলছে নতুন বাংলা ছবি ‘বেলা’


আজ ২৯শে আগস্ট,২০২৫ শহরের বিভিন্ন প্রেক্ষাগৃহে শুরু হয়েছে গ্রেমাইন্ড কমিউনিকেশন প্রযোজিত ও অনিলাভ চট্টোপাধ্যায় পরিচালিত নতুন বাংলা চলচ্চিত্র ‘বেলা’। লড়াই ও সাফল্যের গল্প নিয়ে নির্মিত এই ছবিটি দেখতে ইতিমধ্যেই দর্শকদের আগ্রহ চোখে পড়ার মতো। 

ছবির কাহিনি ছয়ের দশকের সমাজজীবনকে ঘিরে। তখনকার দিনে গেরস্ত ঘরের মেয়েরা দুপুরের রান্নাবান্না সেরে শীতলপাটি বিছিয়ে রেডিওর সামনে বসতেন। তাঁদের জন্য রেডিওতে বিশেষ অনুষ্ঠান ছিল ‘মহিলা মহল’—যা ছিল একমাত্র খোলা জানলা, মেয়েদের মনের কথা বলার পরিসর। এই অনুষ্ঠানের প্রাণকেন্দ্র ছিলেন বেলা দে। ইন্দিরা দির হাত থেকে বেলা দি-র হাতে ওঠে মহিলা মহলের পতাকা, আর সেখানেই শুরু হয় এক নতুন অধ্যায়।

পরিচালক অনিলাভ চট্টোপাধ্যায় তাঁর প্রথম ছবিতে সেই বেলা দে-র গল্পকেই তুলে ধরেছেন বড়পর্দায়। দর্শকদের মধ্যে কৌতূহল, প্রথম ছবিতেই কতটা সফল হলেন তিনি, তা জানার অপেক্ষা।

Post a Comment

নবীনতর পূর্বতন