Top News

আগামীকাল নজির গড়তে চলেছে ‘ধূমকেতু’: ন’বছরের অপেক্ষার অবসান, দেব-শুভশ্রী ফের বড়পর্দায়

 দীর্ঘ ন’বছরের প্রতীক্ষার অবসান ঘটিয়ে আগামীকাল (১৪ আগস্ট) বড়পর্দায় মুক্তি পাচ্ছে বহুল প্রতীক্ষিত বাংলা ছবি ‘ধূমকেতু’। পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায় ২০১৫ সালেই ছবিটি মুক্তির পরিকল্পনা করেছিলেন, কিন্তু নানা কারণে তা সম্ভব হয়নি। অবশেষে প্রযোজক রানা সরকার-এর উদ্যোগে ২০২৫ সালে বড়পর্দায় ফিরছে এই ছবি।

ছবিমুক্তির আগেই ‘ধূমকেতু’ তৈরি করেছে নজির। বাংলা ছবির ক্ষেত্রে বিরল এক দৃশ্য দেখা গেছে  প্রেক্ষাগৃহে টিকিটের জন্য উপচে পড়েছে দর্শকের ভিড়। হিন্দি ছবির জন্য এমন উদ্দীপনা আগেও রাজ্যে দেখা গেলেও, বাংলা ছবির ক্ষেত্রে তা প্রায় অভূতপূর্ব।

২০০৯ সালে ‘চ্যালেঞ্জ’ ছবির মাধ্যমে শুরু হয়েছিল দেব-শুভশ্রীর জুটি যাত্রা। এরপর ‘পরাণ যায় জ্বলিয়া রে’, ‘রোমিও’, ‘খোকাবাবু’, ‘খোকা ৪২০’-এর মতো একাধিক সুপারহিট ছবি উপহার দিয়েছেন তারা। এই জুটির অনবদ্য রসায়নই বক্স অফিসে একের পর এক সাফল্যের গল্প লিখেছে। সেই জনপ্রিয়তাকেই নতুন করে বড়পর্দায় ফিরিয়ে আনতে চলেছে ‘ধূমকেতু’।

টিকিট পাওয়া যাবে যেসব হলে ও অনলাইনে
কলকাতা ও জেলাজুড়ে একাধিক প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ‘ধূমকেতু’। এর মধ্যে রয়েছে—

  • নন্দন, কলকাতা

  • প্রিয়া সিনেমা, কলকাতা

  • ইনক্স, সাউথ সিটি মল

  • পিভিআর, অ্যাভিনিউ মল

  • সিনেপলিস, লেক মল

  • অরোরা সিনেমা হল

অনলাইন বুকিংয়ের জন্য দর্শকরা BookMyShow, Paytm Insider, INOX Cinemas AppPVR Cinemas App-এ টিকিট সংগ্রহ করতে পারবেন।

ছবির গল্প, গান ও দেব-শুভশ্রীর অনস্ক্রিন কেমিস্ট্রি নিয়ে ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোচনা চলছে। মুক্তির প্রথম দিন থেকেই একাধিক শো হাউসফুল হওয়ার সম্ভাবনা রয়েছে।

Post a Comment

নবীনতর পূর্বতন