আড়িয়াদহের জয়ন্ত সিংয়ের পর এবার বেলঘরিয়ায় রোহিত সিং। কামারহাটি বিধানসভা অঞ্চলে ফের দুষ্কৃতীদের আনাগোনা।
গণেশপুজোর জন্য জোর করে চাওয়া হয় চাঁদা। চাঁদা না দেওয়ায় মারধর। এমনই ঘটনায় অভিযুক্ত রোহিত সিং। এফাইআর দায়ের হলো বেলঘরিয়া থানায়। কলোনিবাজার এলাকায় আদিত্য মোহান্তি নামের যুবকের ওপর আক্রমণের অভিযোগ তার বিরুদ্ধে। আক্রান্তের পরিবারের সূত্রে দাবি, বেশ কিছু সময় ধরেই বহিরাগত কিছু লোকের আনাগোনা ছিলো এই অঞ্চলে। তাদের মধ্যেই অন্যতম রোহিত সিং। গণেশ পুজো উপলক্ষে বড় অঙ্কের চাঁদা দিতে জোর করে রোহিত ও দলবল। এক নাগাড়ে প্রতিবাদ করে চলেন আদিত্য। গতকাল তাকে পরিবারের সামনেই আক্রমণ করা হয় বলে অভিযোগ। আদিত্য ভর্তি রয়েছেন সাগর দত্ত হাসপাতালে।
একটি মন্তব্য পোস্ট করুন