Top News

জাতিসংঘাত নাকি মৈত্রী কোনটা আপনার মত?

বিদিশা রায়,কলকাতা, ৫ই আগস্ট, ২০২৫- সম্প্রতি গেলো ফ্রেন্ডশিপ ডে। আর সেটি পালন করতে গিয়েই বিপত্তি। ঢাকুরিয়া লেকের ঘটনা। সম্প্রতি একজন ভদ্রমহিলা তার এক্সহ্যান্ডেলে পোস্ট করে জানান,সম্প্রতি তারা বন্ধুত্ব দিবস উদযাপন করতে বেশকয়েকজন মিলে যান ঢাকুরিয়া লেকে। সেখানে কয়েকজন মুসলিম মহিলা আল্লাহ আকবর বারংবার বলতে থাকায় সেই গ্ৰুপে থাকা একজন তাদের অনুরোধ করেন এটি ধর্মস্থান নয় একটু আস্তে করুন এইসব। এই কথায় তারা রেগে গিয়ে সেই মহিলাটিকে বলপূর্বক আল্লাহ আকবর বলতে বাধ্য করেন। এমনকি এরপর যখন সেই বন্ধুদের গ্ৰুপটা বেরিয়ে আসতে চায় তখন বাইরে থেকে বেশ কয়েকজন ছেলে ডেকে চড়াও হন। কি শুনে মিল পাচ্ছেন তো বাংলাদেশের ঘটনার সাথে। তবে এটা তো গেল একদিক অন্যদিকেও কিন্তু বারংবার মুসলিমদের ওপর অত্যাচারের ঘটনাও সামনে আসে। আবার রাজনৈতিক দলগুলিকে দেখবেন এগুলি নিয়েই সুর চড়াতে। সেটাও রাজনৈতিক দলগুলিরই সুবিধার্থে বা বলতে পারেন ভোট ব্যাঙ্কের জন্য। কিন্তু আমাদের দেশ তো ধর্মনিরপেক্ষ যেখানে একসঙ্গে বহু ধর্মের লোকের বাস। তারপরও হিন্দু রাষ্ট্র কিংবা মুসলিম রাষ্ট্র দাবি অযৌক্তিক। রাজনৈতিক দলগুলি ধর্মের নামে যতই ভোট কিনুক আমার আপনার মতো সাধারণ মানুষের তাতে লাভ কি? তারচেয়ে একে অন্যের পাশে থেকে মৈত্রীর বন্ধনে আবদ্ধ হওয়া কি সুখকর নয়? 



Post a Comment

নবীনতর পূর্বতন