Top News

রাজ্য সরকার বনাম নির্বাচন কমিশন!

 

ক্রমাগত চড়ছে নির্বাচন কমিশন বনাম পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের সংঘাত। এবার মুখ্যসচিবকে তলব করা হলো দিল্লিতে।


ভোটার তালিকায় গরমিলে অভিযুক্ত সরকারি আধিকারিকদের বহিষ্কার ও FIR না করায় মুখ্যসচিব মনোজ পন্থকে দিল্লিতে ডেকে পাঠালেন নির্বাচন কমিশন। জানা যাচ্ছে, আজ সকালে দিল্লির উদ্দেশ্যে রওনা দিচ্ছেন মনোজ।


বেআইনি পদ্ধতিতে তালিকায় নাম তোলার অভিযোগে সরকারি অফিসারদের বহিষ্কার ও FIR এর নির্দেশ দেয় জাতীয় নির্বাচন কমিশন। এরপরেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই অফিসারদের পাশে থাকার আশ্রয় দেন। নির্বাচন কমিশনের ডেডলাইন বেঁধে দেওয়ার পরেও রাজ্য সরকারের তরফ থেকে কোনও পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ। আজ বিকেলে দিল্লিতে মনোজ পন্থকে তলব করে নির্বাচন কমিশন। রাজ্য সরকারের পদক্ষেপের সমালোচনা করেন বিরোধী দলনেতা শমীক ভট্টাচার্য।

Post a Comment

নবীনতর পূর্বতন