তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে পরীক্ষা নেওয়া যাবেনা! দিন বদলাতে বলে কোলকাতা বিশ্ববিদ্যালয়কে চিঠি রাজ্য সরকারের!
২৮ আগস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস। ঘটনাচক্রে একই দিনে পরীক্ষা রয়েছে কোলকাতা বিশ্ববিদ্যালয়ে। বহুদিন ধরে এই নিয়ে সমস্যা দেখা দিয়েছিলো। টিএমসিপির তরফ থেকে ওইদিন ছুটি চেয়ে আবেদন করা হয় অনেকবার। কিন্তু সেই আবেদনকে গুরুত্ব না দিয়ে পরীক্ষার সিদ্ধান্তে অনড় থাকেন ভারপ্রাপ্ত উপাচার্য শান্তা দত্ত। আজ, শুক্রবার, পরীক্ষার দিন বদল চেয়ে উপাচার্যর কাছে চিঠি এলো রাজ্য সরকারের তরফ থেকে!
সরকারি চিঠিতে বলা হয়েছে, পড়ুয়ারা ওইদিন পরীক্ষা দিতে পারছেন না বলে জানিয়েছেন। অতএব ২৮ তারিখ পরীক্ষা স্থগিত রাখা হোক। যদিও এই গোটা বিষয়টিতে বিন্দুমাত্র কর্ণপাত করেননি ভারপ্রাপ্ত উপাচার্য। তাঁর স্পষ্ট বক্তব্য, পরীক্ষা সূচির কোনও রকম বদল হচ্ছে না। পাশাপাশি সিন্ডিকেট বৈঠকের ডাক দিয়েছেন শান্তা দত্ত।
একটি রাজনৈতিক দলের প্রতিষ্ঠা দিবস পালনের জন্য বিশ্ববিদ্যালয়কে ছুটি দিতে অনুরোধ রাজ্য সরকারের! আজ পর্যন্ত কোনও কালে এমনটা দেখা যায়নি। এই গোটা ঘটনাটি অত্যন্ত সন্দেহের চোখে দেখছেন অনেকেই।
একটি মন্তব্য পোস্ট করুন