Top News

এখনও নয় WBCS সহ সরকারি পরীক্ষাগুলি!

 এখনও ধোঁয়াশার মধ্যে WBCS সহ PSC-এর একাধিক পরীক্ষা। জমা পড়লো ডেপুটেশন।



রাজ্য সরকারের OBC সংক্রান্ত সমস্যা নিয়ে উৎকন্ঠা। এখনও হাইকোর্টে কেস চলছে। কলেজে ভর্তির প্রক্রিয়া স্থগিত। এরই মধ্যে উদ্বেগে পরীক্ষার্থীরা। এখনও ঘোষণা হয়নি ২০২৩ এর ক্লার্কশিপ পরীক্ষার ফলাফল। ২০২৪এর WBCS পরীক্ষার বিজ্ঞপ্তি। মঙ্গলবার এই নিয়ে নিয়ে PSC দপ্তরে ডেপুটেশন জমা দেওয়া হয়। তবে আশানুরূপ কোনও প্রতিক্রিয়া পাওয় যায়নি। উচ্চ আধিকারিকরা জানান, OBCদের রায় না আসা পর্যন্ত কিছুই আসা সম্ভব নয়। যদিও ক্লার্কশিপের ফলাফল চলতি বছরে, পুজোর আগেই প্রকাশিত হবে বলে তাঁরা বলেন।

Post a Comment

নবীনতর পূর্বতন