Top News

মানহানির মামলায় আরজি কর নির্যাতিতার বাবা, কুণাল ঘোষের আইনি নোটিস।


নির্যাতিতার বাবাকে আইনি নোটিস পাঠালেন প্রাক্তন তৃণমূল সাংসদ কুণাল ঘোষ। মঙ্গলবার কুণালের আইনজীবী অয়ন চক্রবর্তী এই নোটিসটি পাঠিয়েছেন। নোটিসে নির্যাতিতার বাবাকে চারদিনের মধ্যে জবাব দিতে বলা হয়েছে, অন্যথায় মামলা করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন কুণাল।

নিজের এক্স হ্যান্ডেল, যা আগে টুইটার ছিল, সেখানে একটি পোস্টে কুণাল এই নোটিসের বিষয়টি জানিয়েছেন।

তিনি লিখেছেন, 'অভয়ার বাবার প্রতি পূর্ণ সম্মান ও সহমর্মিতা জানিয়েও বলছি, আজ ওঁনাকে আইনজীবীর নোটিস পাঠিয়েছি। আমার আইনজীবী অয়ন চক্রবর্তী চিঠি পাঠিয়েছেন। আশা করি কাল বা পরশু চিঠি পেয়ে যাবেন। উনি মিডিয়াকে বলেছেন, "সিবিআই টাকা খেয়ে তদন্ত নষ্ট করেছে। রাজ্য সরকার টাকা দিয়েছে। কুণাল ঘোষ সিজিওতে গিয়ে সেটল করেছে।" ওঁরা যা মুখে আসবে বলে যাবেন, যে যা শেখাবে তাই বলবেন, তা হতে পারে না। উনি ক্ষমা না চাইলে কোর্টে এসে যা বলেছেন তার প্রমাণ দিতে হবে।' কুণাল আরও জানিয়েছেন, চিঠি পাওয়ার পর চারদিন সময় দেওয়া হয়েছে, তারপর মামলা করা হবে।


এর আগে 'সেটলমেন্ট'-এর অভিযোগ প্রসঙ্গে কুণাল বলেছিলেন, 'মিথ্যাচার আর নাটকের সব সীমা পার করছেন উনি। কন্যাহারা পিতার যন্ত্রণা বুঝি। কিন্তু তাই বলে ওঁরা যাদের কথায় যা যা করছেন, যা যা বলছেন, সেসব নিয়ে প্রশ্ন তোলার অবকাশ থাকছে।' তিনি এও জানিয়েছিলেন, তাঁর নিজেরই দুটি সিবিআই মামলা চলছে। তাই তিনি সিবিআইকে দিয়ে কোনও মামলা 'সেটল' করতে যাবেন, এমনটা হাস্যকর। কুণালের দাবি ছিল, এই অভিযোগগুলি 'ঠান্ডা মাথার অপরাধমূলক অপপ্রচার'।


প্রসঙ্গত, গত ৯ আগস্ট অভয়ার মৃত্যুর এক বছর পূর্তি উপলক্ষে তাঁর বাবা-মা 'নবান্ন অভিযান'-এর ডাক দিয়েছিলেন। সেই অভিযানে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী-সহ বিজেপির একাধিক নেতা-নেত্রী উপস্থিত ছিলেন। এই ঘটনার পর থেকেই প্রতিবাদের এই মিছিলে রাজনৈতিক রং লাগার প্রশ্ন তৈরি হয়। এরই মধ্যে কুণাল ঘোষের বিরুদ্ধে করা অভিযোগ নতুন বিতর্কের জন্ম দেয়। কুণাল আগেই জানিয়েছিলেন, তিনি এই বিষয়ে আইনি পদক্ষেপ নেওয়ার কথা ভাবছেন।

Post a Comment

নবীনতর পূর্বতন