বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি) প্রবাসীদের দীর্ঘদিনের দাবি পূরণে একটি যুগান্তকারী ঘোষণা দিয়েছে। এখন থেকে বিদেশে অবস্থানরত বাংলাদেশিরা বৈধ কিংবা মেয়াদোত্তীর্ণ পাসপোর্ট— এমনকি বৈদেশিক পাসপোর্ট ব্যবহার করেও ভোটার হিসেবে নিবন্ধন করতে পারবেন।
অনেক প্রবাসী দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছিলেন যে, নথির সীমাবদ্ধতার কারণে তারা ভোটার তালিকায় নাম তুলতে পারছেন না। বিশেষ করে মেয়াদোত্তীর্ণ পাসপোর্ট থাকা সত্ত্বেও ভোটাধিকার প্রয়োগ করতে না পারা তাদের জন্য ছিল বড় বঞ্চনা। নতুন সিদ্ধান্তে সেই বাধা দূর হলো।
ইসির একজন জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, “আমরা চাই দেশের বাইরে বসবাসকারী প্রতিটি বাংলাদেশি নাগরিক সাংবিধানিক অধিকার ভোগ করুক। নতুন এই নীতির ফলে প্রবাসীদের জন্য ভোটার হিসেবে অন্তর্ভুক্তি অনেক সহজ হয়ে যাবে।”
প্রবাসী বাংলাদেশি সংগঠনগুলো ইতিমধ্যেই এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে। তারা মনে করছে, দেশের গণতান্ত্রিক প্রক্রিয়ায় সরাসরি অংশগ্রহণের সুযোগ পেয়ে বিদেশে থাকা লাখো বাংলাদেশির সঙ্গে মাতৃভূমির বন্ধন আরও দৃঢ় হবে।
ইতালিতে থাকা প্রবাসী বাংলাদেশি রাশেদ আহমেদ বলেন, “আমরা সবসময় চেয়েছি দেশের ভোটে অংশ নিতে। নতুন এই সিদ্ধান্ত আমাদের জন্য এক বিশাল স্বস্তি। এখন মনে হচ্ছে আমরা সত্যিই দেশের সঙ্গে যুক্ত।”
আগামী জাতীয় নির্বাচনের আগে এই নীতি বাস্তবায়ন হলে বিদেশে থাকা লাখো বাংলাদেশি প্রথমবারের মতো সরাসরি ভোট প্রক্রিয়ায় যুক্ত হওয়ার সুযোগ পাবেন—যা বাংলাদেশের নির্বাচনী ইতিহাসে এক নতুন অধ্যায় রচনা করবে।
একটি মন্তব্য পোস্ট করুন