Top News

ডার্বিজয়ী ইস্টবেঙ্গলকে হারিয়ে ডুরান্ড ফাইনালে ডায়মন্ড হারবার!

শনিবার যুবভারতীতে প্রথম বড় ট্রফির লড়াইয়ে নামছে অভিষেকের ক্লাব |


 ডার্বি জয়ের পর আত্মবিশ্বাসে ভরপুর ইস্টবেঙ্গলকে হারিয়ে ডুরান্ড কাপের ফাইনালে জায়গা করে নিল ডায়মন্ড হারবার এফসি। কলকাতা ময়দানের নতুন শক্তি ২-১ গোলে হারাল লাল-হলুদ ব্রিগেডকে। এর ফলে প্রথমবার দেশের প্রাচীনতম ফুটবল প্রতিযোগিতার ফাইনালে উঠল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্লাব। শনিবার ফাইনালে তাদের প্রতিপক্ষ নর্থ ইস্ট ইউনাইটেড।

স্কোরলাইন
ডায়মন্ড হারবার – ২ (মিকেল, জাস্টিন)
ইস্টবেঙ্গল – ১ (আনোয়ার)

যুবভারতীর গ্যালারিতে দর্শকরা সেমিফাইনালের প্রথমার্ধে দেখলেন সুযোগ নষ্টের প্রদর্শনী। ম্যাচের শুরুতেই ইস্টবেঙ্গলের ডিফেন্সের ভুলে এগিয়ে যাওয়ার সুযোগ পেয়ে গিয়েছিল ডায়মন্ড হারবার। তবে প্রথমার্ধে খেলার নিয়ন্ত্রণ ছিল অস্কার ব্রুজোর ছেলেদের হাতেই। দিয়ামান্তাকোস, মিগুয়েলদের একের পর এক আক্রমণে ব্যস্ত ছিল ডায়মন্ড হারবারের ডিফেন্স। দূরপাল্লার শটে বিপদ তৈরি করেছিলেন আনোয়ার আলি, সিবলরা।

তবুও পিছিয়ে থাকেনি কিবু ভিকুনার শিষ্যরা। রক্ষণ সামলে তারা বারবার প্রতি আক্রমণে উঠেছে। আর তাতেই ফাঁক তৈরি হয়েছে ইস্টবেঙ্গলের রক্ষণে।দ্বিতীয়ার্ধে আক্রমণের ধার আরও বাড়ায় ইস্টবেঙ্গল। কিন্তু সুযোগ নষ্টের খেসারত দিতে হলো লাল-হলুদদের। গোলরক্ষক মিরশাদ একাধিকবার প্রাচীর হয়ে দাঁড়ালেন নিজের প্রাক্তন ক্লাবের সামনে।৬৬ মিনিটে ফ্রিকিক থেকে পাওয়া বল ব্যাক ভলিতে জালে জড়ান মিকেল কোর্তাজ়ার। এক মিনিটের মধ্যেই সমতায় ফেরায় ইস্টবেঙ্গল। দূরপাল্লার অসাধারণ শটে গোল করেন আনোয়ার আলি। কিন্তু সেটাই শেষ হাসি আনতে পারেনি লাল-হলুদ শিবিরে।৮৩ মিনিটে জটলার মধ্যে সুযোগ কাজে লাগিয়ে গোল করেন জবি জাস্টিন— প্রাক্তন ইস্টবেঙ্গল স্ট্রাইকারই শেষ পর্যন্ত হারিয়ে দিলেন তাঁর পুরনো ক্লাবকে।

ডার্বি জয়ের পর ডুরান্ডে ইস্টবেঙ্গলের যাত্রা থেমে গেল সেমিফাইনালে। আর নতুন শক্তি হিসেবে ডায়মন্ড হারবার এগিয়ে গেল ফাইনালের পথে।


Post a Comment

নবীনতর পূর্বতন