তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এবার একেবারে নতুন রূপে ধরা দিলেন। ধোপদুরস্ত শার্ট–প্যান্ট নয়, বরং জিম ভেস্ট আর শর্টসে তাঁর পেশিবহুল শরীর দেখে চমকে উঠেছেন অনেকেই।
শনিবার বারবেলা ইনস্টাগ্রাম স্টোরিতে পোস্ট করা তাঁর এক মিরর সেলফি মুহূর্তে ঝড় তুলেছে সোশ্যাল মিডিয়ায়। ছবিতে দেখা যাচ্ছে, ঘামে ভেজা শরীর, হাতে জিম গ্লাভস, আর হাতে ধরা আইফোন—সম্পূর্ণ জিম লুকে অভিষেক।
প্রথমে অনেকেই ভেবেছিলেন ছবিটি সত্যি কি না! কারণ এতদিন জনসমক্ষে তাঁকে এইভাবে দেখা যায়নি। কিন্তু এটি নিজেই শেয়ার করেছেন অভিষেক, আর সেই ছবিই এখন আলোচনার কেন্দ্রবিন্দু।
অভিষেককে চেনা মহল অবশ্য অবাক হননি। কারণ তিনি বরাবরই স্বাস্থ্য সচেতন। নিয়মিত শরীরচর্চা করেন, খাওয়া–দাওয়াতেও রাখেন বিশেষ নজর। এমনকি কলকাতা পুলিশের হাফ ম্যারাথনেও তাঁকে অংশ নিতে দেখা গিয়েছিল।
রাজনৈতিক মহলের মতে, তরুণ প্রজন্মের কাছে আরও গ্রহণযোগ্যতা তৈরি করতে সচেতনভাবেই এই নতুন লুক প্রকাশ্যে এনেছেন ডায়মন্ড হারবারের সাংসদ। মমতা বন্দ্যোপাধ্যায়ের পর জাতীয় স্তরে দলের মুখ হয়ে ওঠা অভিষেকের এই ফিটনেস–ফোকাসড ইমেজ তাই অনুরাগীদের কাছে পুজোর আগে বড় চমক।
একটি মন্তব্য পোস্ট করুন