Top News

পুজোয় বৃষ্টির সম্ভবনা সংক্রান্ত আপডেট দিল আলিপুর হাওয়া অফিস



আজ ২৫শে সেপ্টেম্বর ২০২৫ বৃহস্পতিবার চতুর্থীর প্রথমদিন সকাল থেকে আকাশে সোনালী রোদের আলো চিকচিক করলেও এই আবহাওয়া স্থায়ী হবে না বলেই হওয়া অফিস সুত্রের খবর। বেলা এগোনোর সাথে সাথেই মলিন হবে আকাশ, হতে পারে হালকা থেকে মাঝারি বৃষ্টিও। আগামীকাল অর্থাৎ ২৬শে সেপ্টেম্বর শুক্রবার চতুর্থীর দ্বিতীয়দিনও আবহাওয়ার বিশেষ পার্থক্য পরিলক্ষিত হবে না। ২৬শে সেপ্টেম্বর যে নিম্নচাপ সৃষ্টি হওয়ার পূর্বাভাস ছিল তার প্রভাবই শুরু হবে ২৭ তারিখ থেকে। এর কারণ হিসেবে দায়ী করা যেতে পারে বঙ্গোপসাগরের বুকে সৃষ্টি হওয়া নতুন এক ঘূর্ণাবর্তকে। এক নিম্নচাপের প্রভাব কাটতে না কাটতেই আবার এক নিম্নচাপ হাজির যার জেরে মাটি হতে পারে বাঙালির পুজোর মেজাজ।

২৭শে সেপ্টেম্বর শনিবার পঞ্চমীতে উপকূলে ভারী বৃষ্টি এবং কোলকাতা ও গঙ্গাপার্শ্ববর্তী অঞ্চলে বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে অল্প ভারী বৃষ্টিতে ভিজতে পারে প্যান্ডেলগুলি জারি হতে পারে হলুদ সতর্কতাও। রবিবার ষষ্ঠীতে টানা বৃষ্টিপাত চলবে হালকা থেকে মাঝারিধরণের। সোমবার সপ্তমীতে আবহাওয়া থাকবে খামখেয়ালী, কখনও চড়া রোদ তো কখনও আবার মেঘ ঘনিয়ে ঝমঝমিয়ে বৃষ্টি। মঙ্গলবার অষ্টমীতেও অনুরুপ আবহাওয়া তবে সন্ধ্যা গড়ানোর সাথে সাথে তা খারাপ হতে থাকবে। নবমীর সকালে অল্প হলেও রাতের দিকে বাড়বে বৃষ্টি। দশমীতে বজ্রপাতসহ ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছেন আবহাওয়াবিদরা। তবে, নিম্নচাপের গতিপথ,শক্তি ও গতিবেগের ওপর সম্পূর্ণটাই নির্ভরশীল কোন এলাকায় এটি কতটা প্রভাবশালী হবে। এখন শুধু মা দুর্গার কাছে প্রার্থনা করা পুজোতে যেন আবহাওয়া থাকে রৌদ্রোজ্জ্বল।

Post a Comment

নবীনতর পূর্বতন