কাশ্মীর উপত্যকার জঙ্গি কার্যকলাপের ঘটনা যেন থামছেই না।পর্যটকদের উপর আক্রমণের ঘটনা থেকে নিরাপত্তা-বাহিনীর সঙ্গে জঙ্গিদের গুলির লড়াই সবই চলে আসছে দিনের পর দিন।
এবার দক্ষিণ কাশ্মীরের চিন্নিগাম এবং মোডেরগাম এলাকায় চলল গুলির লড়াই। সংবাদসংস্থা সূত্রের খবর, এই ঘটনায় এখনও পর্যন্ত ৪ জঙ্গি মারা গিয়েছেন। শহিদ হয়েছে ২ জওয়ান। এখনও আরও কয়েকজন সশস্ত্র জঙ্গি লুকিয়ে রয়েছে বলে জানায় সূত্র।
গোপন সূত্রে খবর, মোডেরগাম গ্রামে একটি বাড়ি লক্ষ্য করে সেনা, সিআরপিএফ এবং স্থানীয় পুলিশের যৌথ বাহিনীকে লক্ষ্য করে নিরন্তর গুলিবৃষ্টি করা হয়। যার কারণে এক জওয়ান গুরুতর ভাবে জখম হয়ে মারা যায়।
কুলগামের ফ্রিজাল এলাকাতেও নিরাপত্তা বাহিনী ও জঙ্গিদের গুলির লড়াই হয়েছে।আরও কিছু সশস্ত্র জঙ্গি ওই এলাকায় লুকিয়ে রয়েছে বলে খবর।
একটি মন্তব্য পোস্ট করুন