Top News

WBJEE 2025: দ্বিতীয় দফায় আসন বণ্টনের ফল প্রকাশিত

 

WBJEE 2025: দ্বিতীয় দফায় আসন বণ্টনের ফল প্রকাশিত

কলকাতা: পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন (WBJEE) ২০২৫-এর দ্বিতীয় দফার আসন বণ্টনের ফলাফল আজ আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়েছে। যারা ইঞ্জিনিয়ারিং, ফার্মাসি ও অন্যান্য স্নাতক পর্যায়ের পাঠক্রমে ভর্তি হতে ইচ্ছুক, তারা এখন ওয়েবসাইটে লগইন করে তাঁদের আসন বণ্টনের স্ট্যাটাস দেখতে পারবেন।

বোর্ড জানিয়েছে, নির্বাচিত প্রার্থীদের নির্দিষ্ট সময়সীমার মধ্যে অনলাইনে সিট অ্যাকসেপ্টেন্স ফি জমা দিতে হবে। এর পাশাপাশি নির্দিষ্ট নথিপত্র জমা দিয়ে অনলাইনে ডকুমেন্ট ভেরিফিকেশন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। যারা দ্বিতীয় রাউন্ডে আসন পেয়েছেন কিন্তু ভর্তি নিতে অনিচ্ছুক, তাঁরা সিট ‘ফ্রিজ’ না করে ‘ফ্লোট’ অপশন বেছে নিতে পারবেন, যাতে তাঁরা পরবর্তী রাউন্ডে উন্নত আসন পাওয়ার সুযোগ পান।

বোর্ড আরও জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে ফি জমা বা নথি যাচাই প্রক্রিয়া সম্পূর্ণ না করলে আসন বাতিল হয়ে যাবে। এ ক্ষেত্রে প্রার্থীরা পরবর্তী পর্যায়ে ভর্তির সুযোগ হারাতে পারেন।

শিক্ষাজগতে মনে করা হচ্ছে, দ্বিতীয় দফার ফলাফল প্রকাশের মাধ্যমে এবছরের ভর্তি প্রক্রিয়া আরও এক ধাপ এগোল। এখন ছাত্রছাত্রীদের নজর থাকবে তৃতীয় দফার আসন বণ্টন ও মপ-আপ রাউন্ডের দিকে।

Post a Comment

নবীনতর পূর্বতন