Top News

তিন দশকের ক্যারিয়ারে নতুন মাইল ফলক বলি-বাদশাহের

 


৯০
দশক থেকে আজ পর্যন্ত অগণিত মহিলা দর্শকের হার্টথ্রব 'কিং-খান' এর মুকুটে জুড়লো নতুন পালক। ৩৩ বছর রুপোলি পর্দায় অভিনয়ের ক্যারিয়ারে প্রথমবারের মতো প্রাপ্তি হল জাতীয় চলচ্চিত্র পুরস্কার (National Award) ২০২৩ সালে এক বছরের মধ্যে ব্যাক টু ব্যাক রিলিজ করা ৩টি সিনেমা 'পাঠান', 'জাওয়ান', 'ডাঙ্কি' বক্স অফিসে যথেষ্ট হিট হয়েছিল আর সেই 'জাওয়ান' মুভিটিই এবার তাকে এনে দিল মুখ্য চরিত্রে সেরা অভিনেতার খেতাব। 



১৯৯২ সালেদিওয়ানাছবির মাধ্যমে বলিউডে পদার্পণ করেছিলেন শাহরুখ তারপর থেকে আজ অবধি কমার্শিয়াল, ক্রিটিক্স ইত্যাদি বিভিন্ন শাখায় প্রায় ১০০টি সিনেমায় অভিনয় করে কোটি কোটি দর্শকের মন জয় করেছিলেন তিনি, বহু আগেই পেয়েছেন পদ্মশ্রী এবং লিজিয়ন অফ অনারসহ একাধিক পুরস্কারও তবে জাতীয় পুরস্কার হাতে নেওয়ার সাধ যেন তার অপূর্ণই রয়ে গেছিল। সেই অধরা স্বপ্নই এবার পূরণ হল। ১লা আগস্ট ঘোষিত হয়েছিল পুরস্কৃতের তালিকা , গতকাল রাত্রে রাজধানী নয়াদিল্লিতে অনুষ্ঠিত ৭১তম জাতীয় চলচ্চিত্র পুরষ্কার বিতরণী মঞ্চে রাষ্ট্রপতি দ্রৌপদি মুর্মুর হাত থেকে পুরষ্কার গ্রহণ করে ভক্তদের শুভেচ্ছাবার্তায় আবেগাপ্লুতো বলিউড বাদশাহ। 

 অনুরাগীমহলে চরম খুশির উচ্ছ্বাস থাকলেও, তাদের বক্তব্যানুযায়ী এই সম্মান তার প্রাপ্য ছিল আরও আগেই কিন্তু সে বিষয়ে তর্কে না গিয়ে আপাতত এই উল্লাস উপভোগ করছেন তারা। শাহরুখের পাশাপাশিমিসেস চ্যাটার্জি ভার্সাস নরওয়েছবির জন্য রানি মুখার্জির মুখ্য চরিত্রে সেরা অভিনেত্রীর পুরষ্কার উসকে দিলকুছ কুছ হোতা হ্যায়এর রাহুল-টিনার স্মৃতি।


Post a Comment

নবীনতর পূর্বতন