Top News

শারদোৎসবের আমেজে ভিলেন এবার সম্ভাব্য নিম্নচাপ






পুজোর শুরুতেই নিম্নচাপে ভাসল তিলোত্তমা ও তার পার্শ্ববর্তী শহরতলি এলাকাগুলি। গত ২২শে সেপ্টেম্বর সকাল থেকেই সারাদিন আকাশের মুখ ভার ছিল তবে সন্ধ্যে পেরনোর পর থেকেই তা রূপ নেয় বৃষ্টিপাতের। গোটা শহরজুড়েই হালকা থেকে মাঝারিধরণের বর্ষণ শুরু হতে থাকে, রাত বাড়লে তার পরিমাণও পাল্লা দিয়ে বেরে চলে। কোলকাতার গড়িয়া টু ঠনঠনিয়া জলমগ্ন হয়ে পড়েছে রাতভর বৃষ্টির জেরে।

 রেললাইনে জল জমে থাকার কারণে বিচ্ছিন্ন হয়েছে রেল, চক্ররেল ও মেট্রো পরিষেবা। পাম্প করে সেই জল নিকাশের ব্যবস্থা চালু হলেও পরিস্থিতি আবার কখন স্বাভাবিক হবে সেই বিষয়ে কোন নিশ্চয়তা পাওয়া যায়নি এখনও। শিয়ালদহ ও হাওড়া ডিভিশন থেকে বাতিল করা হয়েছে লোকালসহ বহু এক্সপ্রেস ট্রেন, কিছু ট্রেনের যাত্রাপথ নিয়ন্ত্রিত ও অনিয়মিত রাখা হয়েছে। অপরদিকে, চক্ররেলের আপ ও ডাউন উভয় পরিষেবাই স্থগিত রাখা হয়েছে। অতিবৃষ্টির ফলাফল স্বরূপ মেট্রোলাইনেও কিছুটা একই দুর্ভোগের ছবি, বিচ্ছিন্নপথে চলছে মেট্রো, বিপাকে নিত্যযাত্রীরা। জলমগ্ন এলাকাগুলিতে বাস, ওটো, ক্যাব, ট্যাক্সি প্রায় সকল প্রকার পরিবহণ পরিষেবাই ব্যাহত, ফলে ভোগান্তির শিকার হয়েছে গোটা শহরবাসী।

 কোলকাতা পুরসভা থেকে এই জলযন্ত্রণামুখর পরিস্থিতি সামাল দেওয়ার জন্য কিছুটা সময় চেয়ে নেওয়া হয়েছে। তবে, প্রাপ্ত খবর অনুযায়ী কমপক্ষে ১০-১২ ঘণ্টার আগে পরিস্থিতি অনুকূল হওয়ার সম্ভবনা নেই। আবহাওয়া অফিস থেকে জানানো হয়েছে আগত এই নিম্নচাপ চলতে পারে পুজোর দিনগুলোতেও তাই অপ্রত্যাশিত বৃষ্টির জেরে কিছুটা ভাঁটা পড়তে পারে বাঙালির শারদ আনন্দ।

Post a Comment

নবীনতর পূর্বতন