Top News

রানাঘাটে ফের ইতিহাস! ১১২ ফুটের ‘বিশ্বের সবচেয়ে বড় দুর্গা’ গড়ছে অভিযান সঙ্ঘ, খরচ প্রায় ১ কোটি ২০ লক্ষ টাকা

 অভিযান সঙ্ঘের অক্লান্ত পরিশ্রম ও হার না মানা জেদে ফের তৈরি হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় দুর্গা প্রতিমা। নদিয়ার রানাঘাট-২ ব্লকের কামালপুর গ্রামে এ বার প্যান্ডেলে সাজবে ১১২ ফুট উচ্চতার দুর্গা। গত বছর প্রশাসনিক অনুমতি না মেলায় অসম্পূর্ণ থেকে গিয়েছিল এই স্বপ্ন। রাতারাতি ভেঙে পড়েছিল উদ্যোক্তাদের মনোবল। তবে সেই ভাঙা স্বপ্নকেই এ বার নতুনভাবে বাস্তবায়িত করতে কোমর বেঁধেছেন তারা।


২০২৪ সালে নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছিল, তাই এ বার উদ্যোক্তারা বিশেষ নজর দিয়েছেন সুরক্ষার ওপর। বাঁশের বদলে সিমেন্ট-কংক্রিটের বেসের উপর দাঁড়াচ্ছে দুর্গা প্রতিমা। প্রতিমাটি সাজানো হবে ঐতিহ্যবাহী ডাকের সাজে। পুরো আয়োজনকে কেন্দ্র করে একজোট হয়েছে কামালপুরসহ আশপাশের ২০টি গ্রাম।
আয়োজক সুজয় বিশ্বাস জানিয়েছেন, প্রতিমা তৈরিতে খরচ হবে প্রায় ১ কোটি ২০ লক্ষ টাকা। তাঁর কথায়, “কামালপুরকে এক সময়ে অনেকে দুষ্কৃতীর জন্য চিনত। এবার গোটা ভারতবর্ষ চিনবে বিশ্বের সবচেয়ে বড় দুর্গার গ্রাম হিসেবে।”
এর আগে অসমে ১০১ ফুটের দুর্গা প্রতিমা তৈরি করে নাম উঠেছিল গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে। এবার সেই রেকর্ড ভাঙতে চায় নদিয়ার কামালপুর। উদ্যোক্তাদের আশা, দুর্গাপ্রতিমাটি শুধু রেকর্ডই গড়বে না, বরং হাজারো মানুষের ভিড়ে মুখরিত হয়ে উঠবে কামালপুর।
উল্লেখযোগ্যভাবে, ২০১৫ সালে কলকাতার দেশপ্রিয় পার্কে ৮৮ ফুটের দুর্গা প্রতিমা তৈরি হয়েছিল, যা সামলাতে প্রশাসনের নাজেহাল অবস্থা হয়েছিল। তাই এ বছর নিরাপত্তা নিশ্চিত করতেই বাড়তি ব্যবস্থা নিয়েছেন উদ্যোক্তারা।

Post a Comment

নবীনতর পূর্বতন