Top News

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের ছয় দফা আল্টিমেটাম

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) শিক্ষার্থীদের ওপর বহিরাগতদের হামলার ঘটনায় উপাচার্য একেএম ফজলুল হক ভূঁইয়ার প্রকাশ্যে ক্ষমা চাওয়াসহ ছয় দফা আল্টিমেটাম দিয়েছে আন্দোলনরত শিক্ষার্থীরা।

সোমবার বেলা সাড়ে ১১টার দিকে প্রশাসনিক ভবনের সামনে আমতলায় সমাবেশ থেকে পশুপালন অনুষদের তৃতীয় বর্ষের শিক্ষার্থী এএইচ এম হিমেল আন্দোলনকারীদের দাবিগুলো তুলে ধরেন।

তিনি জানান, দুপুর ২টার মধ্যে হল ছাড়ার নির্দেশনা প্রত্যাহার, সব হলে শিক্ষার্থীদের প্রয়োজনীয় সুবিধা নিশ্চিত করা, প্রক্টরিয়াল বডির ২৪ ঘণ্টার মধ্যে পদত্যাগ, উপাচার্যের প্রকাশ্যে ক্ষমা প্রার্থনা, হামলায় জড়িত শিক্ষক ও বহিরাগতদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং অবিলম্বে কম্বাইন্ড ডিগ্রি প্রদান—এই ছয় দফা পূরণ করতে হবে। অন্যথায় কঠোর থেকে কঠোরতর আন্দোলনের হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা।

এর আগে, রবিবার দিনভর দুই শতাধিক শিক্ষক-কর্মকর্তাকে অবরুদ্ধ রাখাকে কেন্দ্র করে বহিরাগতদের হামলায় সাংবাদিক ও শিক্ষার্থীসহ অন্তত ১০ জন আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রোববার রাতেই জরুরি সিন্ডিকেট সভায় অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা এবং সোমবার সকাল ৯টার মধ্যে সব শিক্ষার্থীকে হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়।

তবে শিক্ষার্থীরা ওই নির্দেশনা প্রত্যাখ্যান করে সকালেই মিছিল নিয়ে ক্যাম্পাসে বিক্ষোভে যোগ দেন এবং ছয় দফা আল্টিমেটাম ঘোষণা করেন।

Post a Comment

নবীনতর পূর্বতন