দেশজুড়ে একের পর এক সিনেমা হল বন্ধ হয়ে যাওয়ার ধারায় এবার নড়াইলও যুক্ত হলো। একসময় সংস্কৃতির প্রাণকেন্দ্র ছিলো যে সব সিনেমা হল, সেগুলো এখন কেবল ইতিহাস। সদরে ‘চিত্রাবাণী’, লোহাগড়ায় ‘সন্ধ্যা’ আর কালিয়ায় ‘আল্পনা’—সবকটিই এখন অতীত।
সম্প্রতি নড়াইলের কালিয়া উপজেলার ‘আল্পনা’ সিনেমা হল রূপান্তরিত হয়েছে ‘তাবলিগী মার্কাজ মসজিদে’। প্রায় দুই দশক ধরে পরিত্যক্ত ভবনটি নতুনভাবে ব্যবহার হচ্ছে ধর্মীয় কর্মকাণ্ডে। স্থানীয় সূত্রে জানা গেছে, তাবলিগের পক্ষ থেকে মাওলানা শহিদুল এটি ইজারা নিয়ে ধর্ম প্রচারের জন্য ব্যবহার শুরু করেছেন।
১৯৮৪ সালে জেলা প্রশাসক ম. শাফায়াত আলীর উদ্বোধনের মাধ্যমে টাউন হল হিসেবে যাত্রা শুরু করেছিলো ভবনটি। পরবর্তীতে ‘আল্পনা’ নামে সিনেমা হল হিসেবে ব্যবহৃত হয়। কিন্তু দর্শকের অভাব ও সিনেমার পতনের কারণে বহু বছর আগেই বন্ধ হয়ে যায় হলটি। আশপাশে একসময় জমজমাট দোকানপাটও উঠে গেছে, জায়গা দখল করেছে ঝোপঝাড়।
‘সাথী ভাই’ সংগঠনের প্রতিষ্ঠাতা মো. রায়হান শেখ বলেন, “যেখানে একসময় গুনাহের অন্ধকারে নিমজ্জিত ছিল, আজ সেখানে আল্লাহর জিকির-ফিকির ও দ্বীনি দাওয়াতের মেহনত দ্বারা আবাদ হবে।”
কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রাশেদুজ্জামান জানান, আল্পনা হল প্রায় ২০ বছর আগে বন্ধ হয়ে যায়। এটি ভেস্টেড প্রপার্টি হিসেবে সরকারের কাছ থেকে ইজারা নিয়ে কেউ পরিচালনা করতেন। বর্তমানে এলাকায় সরকারের আধুনিক মডেল মসজিদের কাজও শেষ পর্যায়ে রয়েছে।
বাংলাদেশে সিনেমা হল বন্ধ হয়ে যাওয়ার প্রবণতা নতুন নয়। রাজধানীসহ সারাদেশে হল কমে যাচ্ছে দ্রুত। নড়াইলের এই তিনটি হলই এখন কেবল স্মৃতি। ফলে সংস্কৃতির ধারক হিসেবে সিনেমা হলের সেই গৌরবময় দিনগুলো আজ ইতিহাসের পাতায় হারিয়ে যাচ্ছে।

একটি মন্তব্য পোস্ট করুন