Top News

পুজোর মাসে বৃষ্টির আনাগনা, কেমন থাকবে আবহাওয়া ? জানুন বিস্তারিত

NT Bangla: গত ৩ দিন থেকে বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের ফলেই গোটা সেপ্টেম্বর মাস জুড়ে দেশজুড়ে অতিরিক্ত বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। 



এবছর স্বাভাবিকের তুলনাতে অধিক বৃষ্টিপাত হয়েছে সারা বাংলা জুড়ে। যার প্রভাবে বেশ কিছু এলাকা জল মগ্ন হয়েছে। তবে এখনও অব্দি বৃষ্টি কমার কোন তথ্য প্রকাশ করেনি আবহাওয়া দফতর। হাওয়া অফিস সুত্রের খবর, বেশ কিছুদিন এই বৃষ্টিপাত চলবে। পুজোর মধ্যেও বৃষ্টি হওয়ার আশংকা প্রকাশ করেছে। 

এই সপ্তাহে কিছু কিছু এলাকাতে বৃষ্টির প্রকোপ দেখা গিয়েছে। তবে আরও কিছুদিনঅএই বৃষ্টিপাত হতে চলেছে। কলকাতা সহ দক্ষিনের কিছু এলাকাতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। বৃষ্টি হতে পারে কলকাতা, হাওড়া, ২ই মেদনীপুর, দুই ২৪ পরগণা। এছারাও মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে, নদীয়া, মুর্শিদাবাদ, বীরভূম, বাঁকুড়া সহ পুর্বের কিছু এলাকাতে। বৃষ্টির সাথে দমকা বাতাস বইতে পারে বলে জানাই হাওয়া অফিস। 

মৌসম ভবনের রিপোর্ট অনুযায়ী, উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকাতে বৃষ্টি হওয়ার কথা জানা গেছে। জলপাইগুড়ি, কোচবিহার সহ উত্তরের কিছু অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার আশঙ্কা আছে। পাহাড়ি এলাকাতে ধ্বস নামার আশঙ্কা প্রকাশ করেছে আলিপুর আবহাওয়া দফতর। তবে দুর্গাপুজোর আনন্দে বৃষ্টি বিঘ্ন ঘটাবে কিনা, তা এখনই নিশ্চিত নয়।



এ বছর দুর্গাপুজো শুরু হচ্ছে সেপ্টেম্বরেই। ২১ সেপ্টেম্বর মহালয়া, ২৮ সেপ্টেম্বর মহাষষ্ঠী এবং ২ অক্টোবর বিজয়া দশমী। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, এখনও নিশ্চিতভাবে বলা যাচ্ছে না পুজোর সময় ঠিক কতটা বৃষ্টি হবে। তবে যেহেতু বর্ষা বিদায় নিতে সাধারণত অক্টোবরের প্রথম ভাগ পর্যন্ত সময় নেয়, তাই পুজোর দিনগুলিতে স্বাভাবিক বর্ষার বৃষ্টি চলতেই পারে

Post a Comment

নবীনতর পূর্বতন