বাংলাদেশে আইনের শাসন প্রতিষ্ঠার জন্য নির্বাচিত সরকারের বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি মোহাম্মদ শাহ আলম।
শুক্রবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে সিপিবির চার দিনব্যাপী ত্রয়োদশ কংগ্রেসের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন। এর আগে বিকেল ৩টায় জাতীয় সংগীত ও আন্তর্জাতিক কমিউনিস্ট সংগীত পরিবেশনের মাধ্যমে কংগ্রেসের উদ্বোধন হয়।
শাহ আলম বলেন, “যারা আগামী নির্বাচন নিয়ে নানা কৌশলে বিতর্ক তুলছে, জাতীয় সংগীত ও সংবিধান পাল্টাতে চায়, চার মূলনীতি বাতিলের দাবি করছে, তারাই আজ গণতন্ত্রের শত্রু।” তিনি আরও বলেন, নির্বাচিত সরকার ছাড়া দেশে বিদেশি বিনিয়োগ, রাজনৈতিক ভারসাম্য কিংবা জনগণের অধিকার প্রতিষ্ঠা সম্ভব নয়।
তিনি উল্লেখ করেন, গত বছরের ৫ আগস্ট পর্যন্ত শেখ হাসিনার সরকার গণতন্ত্রের শত্রু ছিল, তবে বর্তমানে দেশের গণতন্ত্রের প্রধান শত্রু সাম্প্রদায়িক ও সাম্রাজ্যবাদী শক্তি। নির্বাচন না হলে মৌলবাদী শক্তির উত্থান আরও ত্বরান্বিত হবে বলেও সতর্ক করেন তিনি।
জুলাইয়ের গণআন্দোলনের প্রসঙ্গে শাহ আলম বলেন, “এটি ছিল ফ্যাসিবাদ ও স্বৈরাচারের বিরুদ্ধে গণঅভ্যুত্থান, তবে রাষ্ট্রীয় চরিত্রের মৌলিক পরিবর্তন ঘটেনি।” তিনি বাম রাজনীতির বিভাজন ও দুর্বলতাকে প্রতিক্রিয়াশীল শক্তির উত্থানের অন্যতম কারণ হিসেবে উল্লেখ করে কৃষক-শ্রমিক-মেহনতি মানুষের ঐক্যের ভিত্তিতে বিকল্প গণতান্ত্রিক শক্তি গড়ে তোলার আহ্বান জানান।
আন্তর্জাতিক পরিস্থিতির প্রসঙ্গ টেনে সিপিবি সভাপতি বলেন, “পৃথিবী আজ তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে। আমেরিকা ও সাম্রাজ্যবাদী শক্তি নয়া উপনিবেশ সৃষ্টি করছে। বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে মানবিক করিডরের নামে দেশকে ফেইলড স্টেট বানানোর ষড়যন্ত্র চলছে।”
উদ্বোধনী অনুষ্ঠানে লিখিত বক্তব্যে সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন অভিযোগ করেন, অন্তর্বর্তীকালীন সরকারের নতজানু নীতির কারণে গণঅভ্যুত্থানের বিজয়কে নস্যাৎ করার ষড়যন্ত্র চলছে। তিনি বলেন, মুক্তিযুদ্ধকে বিতর্কিত করা, সাম্প্রদায়িক হামলা ও মামলা বাণিজ্যের মাধ্যমে অস্থিতিশীলতা সৃষ্টি করা হচ্ছে।
‘শোষণ-বৈষম্যহীন বাম গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করো’—এই স্লোগান নিয়ে শুরু হওয়া কংগ্রেসের উদ্বোধনীতে সভাপতিত্ব করেন আবু সাইদ। এ সময় সিপিবির সাবেক সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিমসহ দলের জ্যেষ্ঠ নেতারা উপস্থিত ছিলেন।

একটি মন্তব্য পোস্ট করুন