বাংলা তথা বাঙালির শ্রেষ্ঠোৎসব দুর্গাপুজোর সূচনাপর্বের আয়োজন
প্রায় শেষের পথে কারণ আজ ২৬শে সেপ্টেম্বর, চতুর্থীর দ্বিতীয়দিন। মায়ের আগমন ঘটে গেছে
প্যান্ডেলে প্যান্ডেলে, কিছু প্যান্ডেলে চলছে শেষমুহূর্তের প্রস্তুতি আবার বহু জায়গায়
হয়ে গেছে উদ্বোধনও। সেরকমই উত্তর কোলকাতার অন্যতম সেরা থিমপুজো শিয়ালদহ চত্বরের সন্তোষ
মিত্র স্কোয়ারও আজ মাতৃদর্শনের জন্য উদ্বোধিত হল। মাতৃবন্দনায় তাদের এবারের থিম কাশ্মীরের
পহেলগাঁও জঙ্গি হামলার বিরুদ্ধে চালানো ভারতীয় সেনা অভিযান ‘অপারেশন সিঁদুর’, যার ঝলক
ফুটে উঠবে প্যান্ডেলের গায়ে।
এই পুজোর উদ্যোক্তা
কোলকাতা পুরসভার বি.জে.পি সাংসদ সজল ঘোষ মহাশয়ের অনুরোধে প্রধান অতিথিরূপে সেখানে কেন্দ্রীয়
স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কর্তৃক আসন গৃহীত হয়েছিল । ২০২৩ সালে সন্তোষ মিত্র স্কোয়ারের
‘রামমন্দির’ থিমের দুর্গাপুজো প্যান্ডেলও তিনি উদ্বোধন করেছিলেন আর এবারেও সেখানকার
‘অপারেশন সিঁদুর’ থিমের প্যান্ডেলের মহামায়ার আরাধনার শুভ সূচনা হল তার হাত দিয়েই ।
উদ্বোধনের পর বক্তৃতামঞ্চে
তার বাক্যে পরোক্ষভাবে স্পষ্টত হল রাজনৈতিক সুর। আগামী ২০২৬ বাংলায় বিধানসভা নির্বাচন
তাই সেই প্রসঙ্গ টেনে তিনি সুরক্ষিত, সুজলা, সুফলা সোনার বাংলা গড়ে ওঠার প্রার্থনা
জানিয়ে গেলেন মায়ের কাছে। চলতি সপ্তাহের শুরুতে ঘটে যাওয়া ক্লাউড বার্স্ট এর জমা জলে
বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহতদের পরিবারের প্রতি জানালেন সমবেদনা। অপরদিকে, আজ শিক্ষাবিদ
শ্রী ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ২০৫তম জন্মবার্ষিকীতে তাঁকে শ্রদ্ধাজ্ঞাপণ করতেও ভোলেননি
তিনি। পূজো উদ্বোধনের কার্য সমাপ্তির পর শক্তিপীঠ কালীঘাটের মা দক্ষিণা কালীর দর্শন
ও পূজো সম্পন্ন করে স্বরাষ্ট্রমন্ত্রী রওনা দেন বিমানবন্দরের দিকে ।
একটি মন্তব্য পোস্ট করুন