Top News

এক বছর নয়, এ বার মেট্রো স্মার্টকার্ডের মেয়াদ বাড়ল ১০ বছর! পুজোর আগে মিলল সস্তার সুবিধা

 কলকাতা মেট্রো যাত্রীদের জন্য বড় ঘোষণা করল কর্তৃপক্ষ। এবার থেকে স্মার্টকার্ড রিচার্জ করলে তার মেয়াদ থাকবে ১০ বছর। অর্থাৎ, কার্ডে টাকা রিচার্জ করে আপনি যদি মেট্রোয় নিয়মিত যাতায়াত না-ও করেন, তবুও সেই টাকা ১০ বছর পর্যন্ত অটুট থাকবে।


আগে কার্ডের মেয়াদ ছিল এক বছর। সেই সময়ে নতুন করে রিচার্জ না করলে কার্ডে জমে থাকা টাকা নষ্ট হয়ে যেত। এতে অনেক অনিয়মিত যাত্রী ক্ষতিগ্রস্ত হতেন। তাঁদের সুবিধার কথা ভেবেই এই সিদ্ধান্ত নিয়েছে মেট্রো কর্তৃপক্ষ।

এই নিয়ম কার্যকর হচ্ছে বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) থেকে। যাঁদের কাছে আগের স্মার্টকার্ড আছে, তাঁদেরও নতুন সুবিধা দেওয়া হবে। ওই কার্ডে ২৫ সেপ্টেম্বর বা তার পরে রিচার্জ করলেই, তা ১০ বছরের জন্য বৈধ হবে।

শুধু মেয়াদ বাড়ানো নয়, স্মার্টকার্ড আরও সস্তা করা হয়েছে। আগে যেখানে একটি স্মার্টকার্ড কিনতে লাগত ১৫০ টাকা, সেখানে নতুন নিয়মে লাগবে মাত্র ১০০ টাকা। এর মধ্যে ৫০ টাকা ডিপোজিট মানি (জমা মূল্য) হিসেবে থাকবে। আগে এই ডিপোজিট ছিল ৮০ টাকা। যাতায়াতের জন্য ব্যবহারের টাকা আগের ৭৭ টাকা থেকে কমে হয়েছে ৫২ টাকা।

Post a Comment

নবীনতর পূর্বতন