NT Bangla: আবারও নতুন সপ্তাহের শুরুতে ফের জেলায় জেলায় বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। উত্তর ও দক্ষিণবঙ্গ রাজ্যের দুই প্রান্তেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তরের। চলতি সপ্তাহের মাঝামাঝি সময় থেকে আরও বাড়বে বৃষ্টি, জানিয়েছে আবহাওয়া দফতর।
আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, আজ সপ্তাহের প্রথম দিন সোমবার এবং আগামিকাল মঙ্গলবারে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বৃষ্টি হলেও আর্দ্রতাজনিত অস্বস্তি ভোগান্তি বাড়াবে সর্বত্র।
আগামী বুধবার থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে জানিয়েছে হাওয়া অফিস। বৃষ্টির পাশাপাশি কোনও কোনও জেলায় ঝোড়ো হাওয়ার দাপট দেখা যেতে পারে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। সোমবার সকাল থেকে কলকাতায় রোদ ঝলমলে আকাশ। বেলা বাড়লে আর্দ্রতাজনিত অস্বস্তিও বাড়বে মহানগরীতে। আজ কলকাতা শহরেও বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস। মহানগরীতেও আজ ভারী বৃষ্টির সম্ভাবনা নেই।
দক্ষিণবঙ্গে আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা না থাকলেও উত্তরের পরিস্থিতি কিন্তু ভিন্ন। আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে আজ উত্তরবঙ্গের দুই জেলা অর্থাৎ জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের অন্যান্য জেলাতেও কম-বেশি বৃষ্টিপাত চলতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস।
.jpeg)
একটি মন্তব্য পোস্ট করুন