দুর্ঘটনা এড়াতে বড় সিদ্ধান্ত নিল কলকাতা পুরসভা। এ বার থেকে পার্কের ভেতরে আয়োজিত দুর্গাপুজোয় কোনও নাগরদোলা বসানো যাবে না।
প্রতি বছর শহরের বিভিন্ন পার্কে পুজো ও মেলার আয়োজন হয়। মেলায় খাবারের দোকান, মণিহারি পসরা যেমন থাকে, তেমনই থাকে নানা রকম জয় রাইড। এর মধ্যে নাগরদোলা সবসময় দর্শনার্থীদের প্রথম পছন্দ হলেও এ বছর তা আর বসবে না।
পুরসভার পক্ষ থেকে জানানো হয়েছে, ২০২২ সালে এন্টালির রামলীলা ময়দানে নাগরদোলায় ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ হারিয়েছিলেন ২৬ বছরের প্রিয়াঙ্কা সাউ। এছাড়াও ২০০৮ সালে দেশপ্রিয় পার্কে পুজোর সময় একই ধরনের দুর্ঘটনা ঘটে। তখনও নাগরদোলা নিয়ে নিষেধাজ্ঞার ভাবনা উঠেছিল, যদিও পরে বিশেষজ্ঞের রিপোর্টের ভিত্তিতে অনুমতি দেওয়া হয়।
তবে এ বছর পুরসভা কোনও ঝুঁকি নিতে চাইছে না। সাফ জানানো হয়েছে, পার্কের মধ্যের পুজোয় নাগরদোলা বসানো সম্পূর্ণ নিষিদ্ধ। যদি কোনও উদ্যোক্তা এই নিয়ম ভঙ্গ করেন, তবে তাঁদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হবে।
একটি মন্তব্য পোস্ট করুন