NT Bangla: দুর্গাপুজোর বাকি আর হাতে গোনা মাত্র কয়েকটি দিন। এর মধ্যে রাজ্য জুড়ে বৃষ্টির সম্ভাবনা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। আগামী দিন পাঁচ-ছয়েক ফের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দপ্তরের। ভারী বৃষ্টির সম্ভাবনা উত্তরেও।
আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ফের একবার পুজোর মুখে বৃষ্টির পরিস্থিতি তৈরি হয়েছে। আগামী দিন পাঁচ-ছয়েক দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দপ্তরের।
বৃষ্টির পাশাপাশি কোনও কোনও জেলায় ঝোড়ো হাওয়ার দাপট থাকতে পারে বলে জানা গিয়েছে। পুজোর মুখে এখনও পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই।
একটি মন্তব্য পোস্ট করুন