'চিরদিনই তুমি যে আমার' ধারাবাহিক নিয়ে বিতর্ক যেন কিছুতেই পিছু ছাড়ছে না! এত দিন চলছিল গল্প নিয়ে উত্তেজনা, আর এখন তো নায়িকা নিয়েই মহানাটক! জানেন কি, গত সাত দিন ধরে এই জনপ্রিয় মেগা সিরিয়ালের শুটিং বন্ধ ছিল? কারণটা খুব সোজা—ধারাবাহিকের মূল চরিত্র, অর্থাৎ 'অপর্ণা'র ভূমিকায় অভিনয় করার জন্য নাকি নতুন মুখের খোঁজে নেমেছিল চ্যানেল কর্তৃপক্ষ। দিতিপ্রিয়া রায় (Ditipriya Roy) এই চরিত্র থেকে সরে যাওয়ার পর থেকেই টলিপাড়ায় প্রশ্ন ঘুরছিল, 'অপর্ণা'র জুতোয় পা গলাবেন কে? সম্পূর্ণা মণ্ডল, সোমু সরকার—কত নামই না শোনা যাচ্ছিল! কিন্তু সব জল্পনা উড়িয়ে এইবার সামনে এল একেবারে অন্য এক নাম!
সূত্রের খবর অনুযায়ী, পর্দায় 'অপর্ণা' হয়ে আসতে চলেছেন মঞ্চে অভিনেত্রী শিরিন পাল (Shirin Pal)। কোনো চেনা মুখ নয়, বরং থিয়েটারের দুনিয়া থেকে উঠে আসা এক নতুন মুখকে বেছে নেওয়া হয়েছে। একটা লুক সেট হয়েছিল, আর সেখানে শিরিন নাকি চ্যানেল ও প্রযোজনা সংস্থার সবার মন জয় করে নিয়েছেন। যদিও এখনও পর্যন্ত কোনো আনুষ্ঠানিক ঘোষণা হয়নি, তবু ভেতরে খবর, চূড়ান্ত সিলমোহর পড়ে গেছে শিরিনের নামেই! তার মানে দিতিপ্রিয়ার মতো এক জনপ্রিয় অভিনেত্রীর জায়গায় পুরোপুরি এক নতুন মুখ দেখতে চলেছে দর্শক। টলিউডের এই সিদ্ধান্তে অনেকেই চমকে গেছেন।
কে এই শিরিন পাল? জানা যাচ্ছে, এই মেয়েটি ঝাড়গ্রামের! একদম মাটির মানুষ বলা যায়। তার মা-বাবারও একটি নাটকের দল আছে, নাম 'ঝাড়গ্রাম কথাকৃতি'। যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হওয়ার পর এখন মাস্টার্স করছেন তিনি। অর্থাৎ একাধারে ছাত্রী, মঞ্চের অভিনেত্রী এবং এবার ছোটপর্দার নায়িকা! এই সবটা মিলিয়ে শিরিন যেন এক প্যাকেজে বড় চমক দিতে তৈরি। যদিও এই বিষয়ে শিরিন নিজে এখনো মুখ খোলেননি। কিন্তু টলিপাড়ার হাওয়া বলছে, বিতর্ক ভুলে এই ঝাড়গ্রামের মেয়ের অভিনয় দেখার জন্য প্রস্তুত হন! খুব তাড়াতাড়ি হয়তো শুটিং ফ্লোরে ফিরবেন তিনি, আর তখন শুরু হবে নতুন 'অপর্ণা'র নতুন গল্প।
একটি মন্তব্য পোস্ট করুন