ম্বরের শেষ সপ্তাহে দক্ষিণবঙ্গের আকাশে ফের অস্থিরতার ইঙ্গিত। ভোরের দিকে শহর ও জেলাজুড়ে হালকা ঠাণ্ডা থাকলেও দুপুর গড়াতেই বাড়ছে অস্বস্তিকর গরম। দিনভর তাপমাত্রার এই ওঠাপড়া সাধারণ মানুষকে খানিক বিপাকে ফেলেছে।
এদিকে আবহাওয়া দফতর জানিয়েছে, বঙ্গোপসাগরে সৃষ্টি হয়েছে ঘূর্ণাবর্তের প্রভাবে এক নিম্নচাপ, যা ক্রমশ শক্তিশালী হয়ে দক্ষিণ-পূর্ব দিকের আন্দামান–নিকোবর অঞ্চলের দিকে এগোচ্ছে। আগামী দুই থেকে তিন দিনে সেখানে ঝোড়ো হাওয়া, বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
এর প্রভাব দক্ষিণবঙ্গেও পড়তে পারে বলেই মনে করছে আবহাওয়াবিদরা। উপকূলবর্তী এলাকাগুলিতে আকাশ মেঘলা থাকবে, মাঝেমধ্যেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। কলকাতা, দুই ২৪ পরগনা, হাওড়া, হুগলি ও পূর্ব-মেদিনীপুরে দিনভর আকাশ থাকবে মেঘলা, কোথাও রোদ উঠলেও তা স্থায়ী হবে না। বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি অব্যাহত থাকবে। কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা এখন ১৮°সে-র কাছাকাছি ঘোরাফেরা করলেও দিনের তাপমাত্রা বাড়ছে ধীরে ধীরে।
আগামী কয়েক দিনের মধ্যে তাপমাত্রা আরও সামান্য বাড়তে পারে বলে পূর্বাভাস। তবে রাতের দিকে হালকা ঠাণ্ডা অনুভূত হবে। উত্তরবঙ্গের আবহাওয়ায় বড় কোনও পরিবর্তন নেই। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং ও কোচবিহারে আকাশ মোটামুটি পরিষ্কার থাকবে। পাহাড়ে তাপমাত্রা কমলেও বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। মোটের উপর, বছরের শেষ প্রান্তে দাঁড়িয়ে অদল-বদল আবহাওয়ার এই খামখেয়ালিপনাই জারি থাকবে আরও কিছুদিন।
একটি মন্তব্য পোস্ট করুন