অযোধ্যার রামমন্দিরের নির্মাণকাজ শেষ। প্রধান শিখরে ১০ ফুট উচ্চতার বিশেষ গেরুয়া ধ্বজা উত্তোলন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই মুহূর্তকে অনেকে 'দ্বিতীয় প্রাণ প্রতিষ্ঠা' বলছেন। পতাকাটিতে সূর্যমুখী, 'ওঁ' ও পবিত্র কোবীদার বৃক্ষের প্রতীক রয়েছে। দেশ-বিদেশের বিপুল ভক্তের উপস্থিতিতে অযোধ্যায় উৎসবের আবহ।
মন্দির কর্তৃপক্ষ নিরাপত্তা জোরদার করেছে।
একটি মন্তব্য পোস্ট করুন