দীর্ঘ প্রতীক্ষার পর পশ্চিমবঙ্গ সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন (SSC) নবম-দশম শ্রেণির শিক্ষক নিয়োগের পরীক্ষার ফলাফল প্রকাশ করেছে। গত ৭ সেপ্টেম্বর এই লিখিত পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছিল। পরীক্ষার্থীরা কমিশনের ওয়েবসাইটে নিজেদের রোল নম্বর দিয়ে ফলাফল দেখতে পাচ্ছেন। সূত্র মারফত খবর, আগামী সপ্তাহেই কমিশনের তরফে ভেরিফিকেশনের জন্য তালিকা প্রকাশ করা হবে।
একাদশ-দ্বাদশের ফলপ্রকাশের পর এবার নবম-দশমের ফলাফল ঘোষণা করা হলো। এই নিয়োগ প্রক্রিয়ায় মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৫ লক্ষ ৬৬ হাজার। যার মধ্যে নবম-দশম শ্রেণির পরীক্ষায় বসেন ২ লক্ষ ৯৩ হাজার ১৯২ জন। নবম-দশম শ্রেণির জন্য শূন্য পদের সংখ্যা রয়েছে ২৩ হাজার ২১২।
নবম-দশমের ফলপ্রকাশের পরই ২০১৬ সালের প্যানেল বাতিলের কারণে যাঁরা চাকরি হারিয়েছেন, তাঁদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। নিজের 'এক্স' (আগেকার টুইটার) হ্যান্ডেলে তিনি লিখেছেন, "চাকরিহারা প্রার্থীদের কাছে আবেদন-সবকিছুই স্বচ্ছতা ও নিয়ম মেনে হবে, ভরসা রাখুন।"
সময়মতো ফল প্রকাশ করায় এদিন শিক্ষামন্ত্রী কমিশনকে সাধুবাদ জানিয়েছেন। তিনি লেখেন, "মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকনির্দেশনায় এবং রাজ্য ও জেলা প্রশাসনের সহযোগিতায় সময়মতো ফল প্রকাশ করায় কমিশনকে সাধুবাদ।"
উল্লেখ্য, নিয়োগে দুর্নীতির অভিযোগে গত এপ্রিল মাসে সুপ্রিম কোর্ট ২০১৬ সালের গোটা প্যানেল বাতিল করে দেয়, যার ফলে প্রায় ২৬ হাজার শিক্ষকের চাকরি বাতিল হয়। সুপ্রিম কোর্টের নির্দেশেই এসএসসি নতুন করে পরীক্ষা গ্রহণ করে। দীর্ঘ ৯ বছর পর এই শিক্ষক নিয়োগ পরীক্ষায় চাকরিহারাদের পাশাপাশি নতুন প্রার্থীরাও অংশগ্রহণ করেছেন।
একটি মন্তব্য পোস্ট করুন