এসআইআর নিয়ে একদিকে তৃণমূল কংগ্রেস যখন নির্বাচন কমিশন ও বিজেপিকে নিশানা করছে সেই আবহে বনগায় মঙ্গলবার উত্তর ২৪ পরগনার বনগাঁয় সভা করেন তৃণমূল সুপ্রিমো তথা মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সভা থেকেই তিনি এই হুঁশিয়ারি দেন নির্বাচন কমিশন ও বিজেপিকে।অভিযোগ, নির্বাচন কমিশন তাড়াহুড়ো করে এসআইআর প্রক্রিয়া চালাচ্ছে এবং তা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।
ভোটের আগে গায়ের জোর দেখিয়ে এস আই আর।
আর কি কি তিনি বলেছেন এক নজরে দেখে নেওয়া যাক:
১)বাংলাদেশি তকমা নিয়ে ক্ষোভ, বাংলা ভাষায় কথা বললেই বাংলাদেশী, দেশ হিসেবে বাংলাদেশকে আমি ভালোবাসি বীরভূমে না জন্মালে আমাকেও বাংলাদেশি বলে তকমা লাগিয়ে দিত।
২) আমাকে আঘাত করলে ভারত বর্ষ নাড়িয়ে দেব
৩) আঘাত করলে প্রত্যাঘাতের জন্য তৈরি থাকতে হবে
৪) তার ভবিষ্যৎবাণী ২০২৯ হবে ভয়ংকর, বিজেপি ক্ষমতা হারাবে
৫) আমি এখানে ভোট চাইতে আসিনি আপনাদের আশ্বস্ত করতে এসেছি। আমি থাকতে কারো গায়ে হাত লাগতে দেবো না
৬)এআই(AI)কে হাতিয়ার করে নির্বাচক তালিকায় কারচুপি করবে কমিশন
৭) মতুয়া মহাসংঘের সার্টিফিকেট প্রসঙ্গে বলেন, এগুলি সব ভাঁওতাবাজি, আপনাদের সাথে প্রতারণা হচ্ছে।
৮) বিজেপি কে বলি আমার সাথে খেলতে এসো না, আমি যে খেলাটা খেলব তা ধরতেও পারবেনা, ছুতেও পারবে না
৯)হেলিকপ্টার প্রসঙ্গে তিনি বলেন, নির্বাচনই শুরু হল না, তার মধ্যেই কনফ্রন্টেশন শুরু হয়ে গেল। কিন্তু, ওরা বুঝল না, এতে আমার ভালই হল। কারণ, আমি রাস্তায় আসতে আসতে প্রচুর মানুষের সঙ্গে দেখা হয়েছে। আমার জনসংযোগ হল।
সভা শেষে তিনি চাঁদপাড়া থেকে ঠাকুরনগর পর্যন্ত মিছিলে অংশ নেন। বনগাঁর এই সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বুঝিয়ে দিলেন, প্রশাসনিক ও রাজনৈতিক উভয় পথেই বিজেপির মোকাবিলা করতে দৃঢ়প্রতিজ্ঞ বলে রাজনৈতিক মহলের অনুমান।
একটি মন্তব্য পোস্ট করুন