উত্তর ২৪ পরগনা জেলার বারাসত মেডিকেল কলেজের মর্গের বিরুদ্ধে উঠল মৃতের চোখ চুরির অভিযোগ। এই অভিযোগকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয় বারাসত হাসপাতালে। মৃতের পরিবারের লোকজন বারাসত হাসপাতালে বাইরে বেরিয়ে যশোর রোডে বিক্ষোভ দেখাতে থাকেন। এদিকে মঙ্গলবার সন্ধ্যা নাগাদ ওই রাস্তা দিয়ে বনগাঁ থেকে ফিরছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(CM Mamata Banerjee)।মুখ্যমন্ত্রীর গাড়ির কনভয় আটকে যশোর রোডে বিক্ষোভ দেখাতে থাকেন পরিবারের লোকেরা ।
মুখ্যমন্ত্রী গাড়ি থামিয়ে দেন। কথা বলেন মৃতের পরিবারের সঙ্গে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেন, সঠিক তদন্ত করা হবে। যদি অপরাধ সত্যি হয় তাহলে অভিযুক্তর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি মৃতের পরিবারকে অর্থাৎ মৃত ব্যক্তির মাকে দুদিনের মধ্যে প্রক্রিয়া সম্পন্ন করে সরকারি চাকরিও দেবেন বলে প্রতিশ্রুতি দেন তিনি। একই সঙ্গে নিচের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া হবে বলেও ঘোষণা করেন তিনি।
মৃত ব্যক্তির মায়ের বায়োডাটা(Bio Data) বুধবারের মধ্যে সংগ্রহ করতে মুখ্যমন্ত্রী। রাজ্য পুলিশের আইজি দক্ষিণ বঙ্গ সুপ্রতিম সরকারকে নির্দেশ দেন। বর্তমানে বারাসাত হাসপাতালে সুপারের দায়িত্বে যিনি ছিলেন তাকে বদলি করা হয়েছে। মৃতের পরিবার সূত্রে জানা গিয়েছে সোমবার ভোরে এক নম্বর রেলগেটের কাছে পথ দুর্ঘটনায় প্রীতম ঘোষ(Pritam Ghosh) গুরুতর আহত হন। তাকে আহত অবস্থায় বারাসত হাসপাতালে(Barasat Hospital) নিয়ে এলে সেখানে তার মৃত্যু হয়। এরপর মৃতদেহ বারাসাত হাসপাতালে মর্গে রাখা হয়েছিল। মঙ্গলবার পরিবারে লোকজন ঐ মৃতদেহ ময়না তদন্তের পরে নিতে গিয়ে দেখেন প্রীতমের একটি চোখ উধাও। বলা হয় ইঁদুরের চোখ খেয়ে নিয়েছে। পরিবারের লোকজন কিছুতেই তা মানতে নারাজ। বরফের মধ্যে রাখা মৃতদেহ কি করে ইঁদুর একটি চোখ খেয়ে নেয় তা নিয়ে তারা প্রতিবাদে গর্জে ওঠেন। হাসপাতালে ভেতর থেকে তারা বেরিয়ে যশোর রোডে অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন।
ইতিমধ্যে কলকাতায় ফেরার জন্য মুখ্যমন্ত্রীর কনভয় সেখানে এসে পৌঁছয়। সমস্ত ঘটনা জানতে পেরে মুখ্যমন্ত্রী গাড়ি থামিয়ে দেন। নিজে ওই ঘটনায় হস্তক্ষেপ করেন এবং ক্ষতিপূরণ ও সরকারি চাকরির প্রতিশ্রুতি দেন। একইসঙ্গে এই মৃতদেহের চোখ উধাও হয়ে যাওয়ার ঘটনায় তদন্তের নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। পরিবারের লোকজন বিক্ষোভ ও অবরোধ তুলে নেয়। মুখ্যমন্ত্রীর(CM) কনভয় কলকাতার দিকে রওনা দেয়। এদিন এই বিক্ষোভ অবরোধের দরুন যশোর রোডে ব্যাপক যানজটের সৃষ্টি হয়।
একটি মন্তব্য পোস্ট করুন