কলকাতা মেট্রোর ব্লু লাইনে আবারও ঘটলো বিপত্তি। বৃহস্পতিবার ঠিক তিনটে বেজে দশ মিনিটে নেতাজি (কুঁদঘাট) স্টেশনে এক ব্যক্তি চলন্ত আপ মেট্রোর সামনে ঝাঁপ দেন বলে জানা গিয়েছে। ট্রেন হঠাৎ থেমে যাওয়ায় মুহূর্তে প্ল্যাটফর্মজুড়ে ছড়িয়ে পড়ে আতঙ্ক। তাঁর অবস্থার সম্পর্কে এখনও নিশ্চিত কিছু জানাননি কর্তৃপক্ষ।
ঘটনার পরই একাধিক লাইনে ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়। দক্ষিণেশ্বর থেকে ময়দান পর্যন্ত মেট্রো চললেও শহিদ ক্ষুদিরাম থেকে রবীন্দ্র সদন—এই দীর্ঘ অংশে সম্পূর্ণ থেমে যায় পরিষেবা। হঠাৎ পরিষেবা ব্যাহত হওয়ায় অনেক যাত্রীরই সময় নষ্ট হয়, তৈরি হয় দীর্ঘ অপেক্ষার পরিস্থিতি। স্টেশনের ভিতর ও ট্রেনের কামরায় আটকে পড়েন বহু মানুষ।
জরুরি কাজ সেরে প্রায় ঘণ্টাদেড়েক পর ধীরে ধীরে স্বাভাবিক করা হয় মেট্রো চলাচল। তবে ব্যস্ত দুপুরে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনায় বিরক্তি প্রকাশ করেছেন বহু নিত্যযাত্রী।উল্লেখযোগ্যভাবে, কলকাতা মেট্রোয় আত্মহত্যার ঘটনাগুলি বারবার ফিরে আসছে। সচেতনতা, নিরাপত্তা বৃদ্ধি, নতুন লাইনে প্ল্যাটফর্ম গেট—সব প্রচেষ্টা সত্ত্বেও এই প্রবণতা রোধ করা যাচ্ছে না।
একটি মন্তব্য পোস্ট করুন