সপ্তাহান্ত এলেই যেন কপালে চিন্তার ভাঁজ পড়ে নিত্যযাত্রীদের। আর এবার তো একেবারে ছুটির দিন রবিবার—তার মধ্যেই দুঃসংবাদ দিল রেল কর্তৃপক্ষ। হাওড়া ডিভিশনে ফের একগুচ্ছ লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। রেলের বক্তব্য, এটা নাকি ইঞ্জিনিয়ারিংয়ের কাজ, ওভারহেড তারের (OHE) রক্ষণাবেক্ষণ আর সিগন্যাল মেরামতির জন্য করা হচ্ছে।
আগামী ৩০ নভেম্বর, রবিবার, হাওড়া শাখার বহু ট্রেন বাতিল থাকবে বলে জানানো হয়েছে। তালিকাটা দেখলেই মাথা গরম হওয়ার জোগাড়! হাওড়া থেকে ৩৭২৫৫, ৩৭২৪৯, ৩৭৩৬৩, ৩৬৮২৩—এই গুরুত্বপূর্ণ ট্রেনগুলো বাতিল। আবার শুধু হাওড়া নয়, ব্যান্ডেল থেকে ৩৭২৪৬, বর্ধমান থেকে ৩৬৮৩৪, আর শেওড়াফুলি থেকে ৩৭০৫৬ লোকালও চলবে না।আরামবাগ থেকেও ফিরতে পারবেন না অনেকেই, কারণ ৩৭৩৬৪ ও ৩৭৩৯৬ ট্রেনও থাকছে না লাইনে। সবথেকে বড় কথা, হাওড়া-আরামবাগ লোকাল (৩৭৩৬৫) সে দিন আর পুরো পথ যাবে না, তারকেশ্বর পর্যন্ত গিয়েই থামিয়ে দেওয়া হবে ট্রেনটিকে।
আসলে, গত কয়েকমাস ধরে এই চিত্র যেন রোজনামচা হয়ে দাঁড়িয়েছে। শুধু হাওড়া কেন, শিয়ালদহ ডিভিশনের হাসনাবাদ, বনগাঁ, ডানকুনি—সব শাখাতেই দফায় দফায় ট্রেন বাতিল হচ্ছে। রোজকার রুটে বের হওয়া খেটে খাওয়া মানুষ থেকে অফিস-যাত্রী, সবারই জীবন একেবারে ওলট-পালট হয়ে যাচ্ছে এই ট্রেন বাতিলের কারণে। লাইনের কাজ বা সিগন্যালের সমস্যার অজুহাতে দিনের পর দিন এমন দুর্ভোগ চলছেই। কর্তৃপক্ষ আশ্বাস দেন, নতুন বছরে হয়তো এই সমস্যা মিটবে, কিন্তু এই মুহূর্তে রবিবারের এই নতুন বাতিল-তালিকা যাত্রীদের ধৈর্যকে ফের একবার কঠিন পরীক্ষার মুখে ফেলে দিল!
একটি মন্তব্য পোস্ট করুন