Top News

নৈহাটিতে ভয়াবহ আগুন ! একাধিক বাড়ি পুড়ে ছাই


এক লহমায় বদলে গেল ছবিটা। রান্নাঘরের সামান্য একটি ফুলকি থেকে সূত্রপাত, আর চোখের পলকে সেই আগুনের লেলিহান শিখা গ্রাস করে নিল পরপর পাঁচটি বসতবাড়ি। উত্তর ২৪ পরগণার নৈহাটিতে গভীর রাতে যে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল, তার তীব্রতা আর বীভৎসতা গোটা এলাকার মানুষের ঘুম কেড়ে নিয়েছে। জানা যাচ্ছে, ঘনবসতিপূর্ণ এলাকার এক বাড়িতে যখন রান্নার কাজ চলছিল, তখনই ঘটে যায় মর্মান্তিক দুর্ঘটনা। পরিস্থিতি এতটাই ভয়াবহ ছিল যে আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে বিন্দুমাত্র সময় নেয়নি।
পাশের বাড়িগুলিতে আগুন ছড়াতে শুরু করার সঙ্গে সঙ্গেই এলাকায় শুরু হয় চরম হুলুস্থুল। মানুষজন ঘর ছেড়ে রাস্তায় বেরিয়ে আসেন, শুধু নিজের নয়, প্রতিবেশীর জীবন বাঁচানোর মরিয়া চেষ্টা শুরু হয়। কিন্তু সংকীর্ণ এলাকা হওয়ায় ফায়ার ব্রিগেডের কর্মীদের আগুন নিয়ন্ত্রণে আনতে রীতিমতো হিমশিম খেতে হয়েছে। স্থানীয় সূত্রে খবর, আগুন যেন এক দানবের আকার নিয়েছিল, মুহূর্তে মুহূর্তে কালো ধোঁয়ার কুণ্ডলী গ্রাস করছিল আকাশ। আগুনের ভয়াল গ্রাস থেকে নিজেদের জীবন বাঁচাতে পারেনি বহু পরিবারের সর্বস্ব। চোখের সামনেই দাউ দাউ করে জ্বলতে থাকে বছরের পর বছর ধরে তিল তিল করে জমানো সংসার।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় দমকলের একাধিক ইঞ্জিন। শুরু হয় আগুন নেভানোর যুদ্ধ। ঘিঞ্জি এলাকা, ফলে ইঞ্জিন ঢোকাতে সমস্যা, সেই সঙ্গে দাহ্য বস্তুর উপস্থিতি আগুন নেভানোর কাজে আরও বড় বাধা তৈরি করে। দমকল কর্মীরা জীবনের ঝুঁকি নিয়ে লাগাতার জল ঢেলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। তবে পাঁচটি বাড়ি পুরোপুরি পুড়ে ছাই হয়ে যাওয়ায় ক্ষয়ক্ষতির পরিমাণ আকাশছোঁয়া। কীভাবে আগুন লাগলো, তা নিয়ে তদন্ত শুরু হয়েছে, তবে প্রাথমিক অনুমান, রান্নার সময় অসতর্কতাই এই ভয়াবহ বিপর্যয়ের মূল কারণ। 

Post a Comment

নবীনতর পূর্বতন