Top News

Weekend Weather : তবে এবার কি জাঁকিয়ে পড়বে শীত ?? জেনে নিন আবহাওয়ার আপডেট


নভেম্বর শেষেও শীতের দেখা নেই, উল্টে বঙ্গোপসাগরের তাপে বাড়ছে উষ্ণতা। তবে এই নাটকীয় আবহাওয়ার মোড় ঘুরবে নতুন সপ্তাহের শুরুতেই।

এখনও হেমন্তের শেষ লগ্ন। কিন্তু শীতের সেই চেনা, কাঙ্ক্ষিত আগমনী সুর যেন বেসুরো! দক্ষিণবঙ্গের আবহাওয়ায় চলছে এক টানটান নাটক। এক দিকে ভোরে হালকা কুয়াশার , অন্যদিকে বঙ্গোপসাগরের নিম্নচাপ —এই দুইয়ের টানাপোড়েনে আপাতত উষ্ণতা বাড়ছে। আবহাওয়াবিদরা বলছেন, এই সপ্তাহান্তে কলকাতার তাপমাত্রা ফের ঊর্ধ্বমুখী হবে। যে শীতের আমেজ গত কয়েক দিন ধরে একটু একটু করে জমছিল, তা আচমকা ধাক্কা খেতে চলেছে। এর কারণ একটাই – বঙ্গোপসাগরে জন্ম নেওয়া এক শক্তিশালী নিম্নচাপ!
এই নিম্নচাপ এখন শক্তি বাড়িয়ে অতি গভীর নিম্নচাপে পরিণত হওয়ার মুখে। যদিও এই সিস্টেমটির সরাসরি প্রভাব পশ্চিমবঙ্গে পড়ার সম্ভাবনা কম, এটি উত্তর তামিলনাড়ু ও দক্ষিণ অন্ধ্রপ্রদেশ উপকূলের দিকে এগিয়ে যাবে বলে খবর। তবে এর উপস্থিতিই যথেষ্ট, রাজ্যের বাতাসে উত্তরের ঠান্ডা হাওয়া ঢুকতে দিচ্ছে না। ফলে দিনের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে উপরে থাকবে, রাতেও কমবে না শীতের দাপট। আবহাওয়ার এই খামখেয়ালিপনা দেখে অনেকেই হতাশ। শীতের পোশাক আলমারি থেকে বের করার সিদ্ধান্তটা আরও দু-দিনের জন্য স্থগিত রাখতে হতে পারে।
কিন্তু প্রকৃতির এই খেলায় শেষ দৃশ্যের মোড় এখনও বাকি! যারা শীত ভালোবাসেন, তাদের জন্য সুখবরটা ঠিক এর পরেই আসছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, এই নিম্নচাপের প্রভাব পুরোপুরি কাটলেই, অর্থাৎ আগামী সপ্তাহের শুরুর দিক থেকেই তাপমাত্রা ফের পতনের মুখে। মনে করা হচ্ছে, সোমবার পারদ নামা শুরু হবে এবং মঙ্গলবার থেকে পরিস্থিতি দ্রুত বদলাবে। এক ধাক্কায় ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমে যেতে পারে। ফলে সপ্তাহান্তের এই উষ্ণ 'বিরতি' মিটে গেলেই, ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকেই জাঁকিয়ে শীত পড়ার সব রকম সম্ভাবনা রয়েছে। অতএব, চাদর-কম্বল গুছিয়ে রাখুন; শীতের সেই বহু প্রতিক্ষীত 'দাপট' আর বেশি দূরে নেই।


Post a Comment

নবীনতর পূর্বতন