এই রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আজ বিজেপি বিধায়কদের নিয়ে সিইও দপ্তরে যাবেন। সকালেই এই খবর পাওয়া গিয়েছিল। তবে সেখানে বিএলও অধিকার রক্ষা কমিটির নামে তৃণমূলের পক্ষ থেকে যে বিক্ষোভ দেখানো হচ্ছে, তাতে বিজেপি বিধায়করা সেই সিইও দপ্তরে পৌঁছতেই রীতিমত উত্তেজনা শুরু হয়ে গিয়েছে।
যেখানে বিজেপি বিধায়কদের উদ্দেশ্য করে তৃণমূল পন্থী বিএলওদের পক্ষ থেকে স্লোগান দেওয়া হয়েছে। আর সেই সময় শুভেন্দু অধিকারী সেখানে পৌঁছতেই উত্তেজনা আরও বাড়তে শুরু করেছে। তৃণমূল পন্থী বিএলওদের পক্ষ থেকে শুভেন্দু অধিকারীকে উদ্দেশ্য করেও গো ব্যাক শ্লোগান দেওয়া হয়। যা রীতিমত অসভ্যতা বলেই মনে করছেন একাংশ। তবে তৃণমূল বাহিনীর সেই অসভ্যতাতে পা না দিয়ে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বিজেপি বিধায়কদের নিয়ে তাদের যে দাবি, তা জানাতে সরাসরি পৌঁছে যান সিইও দপ্তরে। তবে ভেতরে প্রবেশের আগেই তৃণমূলের কম্পন ধরিয়ে বড় হুঁশিয়ারি দিলেন রাজ্যের বিরোধী দলনেতা।
সূত্রের খবর, কিছুক্ষণ আগেই বিজেপি বিধায়করা বিবাদীবাগে সিইও দপ্তরের বাইরে এসে একত্রিত হন। আর তারা সেখানে পৌঁছতেই তৃণমূল পন্থী বিএলওরা এতদিন যারা বিক্ষোভ দেখাচ্ছিলেন, তারা সেখানে বিজেপি বিধায়কদের উদ্দেশ্যে স্লোগান দিতে শুরু করেন। পরবর্তীতে শুভেন্দু অধিকারী সেখানে পৌঁছনোর পর তৃণমূল বাহিনীর পক্ষ থেকে আরও অসভ্যতা করা হয় বলে অভিযোগ। যেখানে শুভেন্দু অধিকারীকে গো ব্যাক স্লোগান দেওয়া হয়েছে বলেও অভিযোগ উঠেছে। পাল্টা বিজেপি বিধায়করাও সেই তৃণমূল পন্থী বিএলওদের উদ্দেশ্যে রাজ্যের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে স্লোগান দিতে শুরু করেন। তবে তৃণমূলের পাতা ফাঁদে পা না দিয়ে তাদের যে দাবি, তা পৌঁছনোর জন্য সমস্ত বিজেপি বিধায়কদের একে একে দায়িত্ব নিয়ে সিইও দপ্তরের ভেতরে প্রবেশ করান রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আর তখনই সাংবাদিকরা এই যে তৃণমূলপন্থী বিএলওদের বিক্ষোভ এবং যার ফলে তারা সিইও দপ্তরে প্রবেশের আগে যে উত্তেজনা তৈরি হলো, তা নিয়ে শুভেন্দুবাবুর প্রতিক্রিয়া জানতে চান। আর সেখানেই বড় মন্তব্য করেন রাজ্যের বিরোধী দলনেতা।
সিইও দপ্তরে রাজ্যের বিরোধী এদিন দলনেতা এবং বিজেপি বিধায়করা পৌঁছতেই তুমুল উত্তেজনা ছড়িয়ে পড়ে। আর সেখানেই যখন ভেতরে প্রবেশ করছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, তখন সাংবাদিকরা তার প্রতিক্রিয়া জানতে চান। আর সেই সময় সংবাদমাধ্যমের উদ্দেশ্যে রাজ্যের বিরোধী দলনেতা বলেন, "ভূত তাড়াবো। সমস্ত ভূত তাড়াবো। ৪১ লক্ষ নাম বাদ গিয়েছে। ১ কোটির কাছাকাছি নাম বাদ যাবে। কাউকে ছাড়া হবে না। সমস্ত ভূত তাড়াবো। আর মমতাকে প্রাক্তন করব।"
একটি মন্তব্য পোস্ট করুন