Top News

ভোটার তালিকা বিতর্ক উস্কে দিলেন শুভেন্দু 'হিন্দুদের নাম তুলতে মানা করেছেন মুখ্যমন্ত্রী!' নিশানা মুখ্যমন্ত্রীকে

রাজ্যের ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়া 'স্পেশাল ইনটেনসিভ রিভিশন' (SIR) ঘিরে যখন মতুয়া সমাজের একাংশ ক্ষোভে ফুঁসছে, ঠিক তখনই এক বিস্ফোরক অভিযোগ এনে রাজ্য রাজনীতিতে নতুন করে আলোড়ন সৃষ্টি করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি সরাসরি মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে 'হিন্দু-বিরোধী' হওয়ার অভিযোগ এনেছেন।

নন্দীগ্রামের বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী দাবি করেছেন যে, মুখ্যমন্ত্রী সরাসরি উত্তর ২৪ পরগনার জেলা শাসককে (DM) নির্দেশ দিয়েছেন— বাংলাদেশ থেকে ধর্ম রক্ষার জন্য আসা হিন্দুদের নাম যেন ভোটার তালিকায় অন্তর্ভুক্ত না হয়। এক জনসভায় বক্তব্য রাখতে গিয়ে শুভেন্দু বলেন, "বলেছেন বাংলাদেশ থেকে ধর্মপালনের জন্য যে হিন্দুরা এসেছেন, তাঁদের নাম যেন ভোটার লিস্টে না ওঠে। উত্তর ২৪ পরগনার ডিএমকে বিশেষ নির্দেশ দেওয়া হয়েছে। আমার কাছে সেই রেকর্ডিং আছে।" তিনি আরও মন্তব্য করেন, "বাংলাদেশ থেকে যারা ধর্ম বাঁচাতে এসেছেন, তাঁদের নাম যাতে না ওঠে, সবাই শুনেছেন। ইনি কীভাবে মুখ্যমন্ত্রী? উনি হিন্দু-বিরোধী।"
শুভেন্দু অধিকারীর এই গুরুতর অভিযোগের জবাবে কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন তৃণমূল মুখপাত্র তন্ময় ঘোষ। তিনি বিরোধী দলনেতার এই মন্তব্যকে 'সংবিধান বিরোধী' বলে আখ্যা দিয়েছেন। তন্ময় ঘোষ বলেন, "আমাদের দুর্ভাগ্য যে এমন একজন বিরোধী দলনেতা রয়েছেন যিনি সংবিধান মানেন না। সংবিধানে স্পষ্ট যে, ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের সমান অধিকার। সেখানে উনি দাঁড়িয়ে বলছেন হিন্দুদের নাম তুলতে মানা হয়েছে!" তৃণমূল মুখপাত্র আরও স্পষ্ট করে বলেন, "যাঁরা লুকিয়ে প্রবেশ করেন, তাঁরা অনুপ্রবেশকারী, তিনি কোন ধর্মের সেটা বিষয় নয়। নাগরিকত্ব দেবে কি দেবে না, সেটার সিদ্ধান্ত নেবে স্বরাষ্ট্রমন্ত্রক।"

রাজ্যে চলমান SIR প্রক্রিয়ার মধ্যেই শুভেন্দু অধিকারীর এই অভিযোগ নতুন করে বিতর্ক উসকে দিল। রাজ্যের বিরোধী দল যেখানে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সরাসরি সাম্প্রদায়িক তকমা ব্যবহার করছে, সেখানে শাসকদল পাল্টা সংবিধান ও অনুপ্রবেশের নিয়ম তুলে ধরে শুভেন্দুকে কোণঠাসা করার চেষ্টা করছে। এই পরিস্থিতিতে, শুভেন্দু অধিকারীর দাবিকৃত রেকর্ডিং-এর সত্যতা নিয়েই এখন রাজনৈতিক মহলে চলছে তীব্র জল্পনা।

Post a Comment

নবীনতর পূর্বতন