অসমে ভয়াবহ রেল দুর্ঘটনা। রাজধানী এক্সপ্রেসের ধাক্কায় মৃত্যু হল আটটি হাতির, গুরুতর জখম আরও একটি। শুক্রবার গভীর রাতে, প্রায় ২টা ১৭ মিনিট নাগাদ অসমের হোজাই জেলায় এই মর্মান্তিক ঘটনা ঘটে।
সংবাদসংস্থা পিটিআই-এর খবর অনুযায়ী, দুর্ঘটনার ফলে সাইরাং–নয়াদিল্লি রাজধানী এক্সপ্রেসের ইঞ্জিন-সহ পাঁচটি বগি লাইনচ্যুত হয়ে যায়। এর জেরে উত্তর-পূর্ব ভারতের একাধিক রুটে ট্রেন চলাচল ব্যাহত হয়। তবে উত্তর-পূর্ব সীমান্ত রেল কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনায় কোনও যাত্রীর হতাহতের খবর নেই, সকলেই নিরাপদ রয়েছেন।
একটি মন্তব্য পোস্ট করুন