Top News

হঠাৎ বিয়ে: অভিনয় না আসল ঘটনা, খুলে দিলেন তনুশ্রী

টলিপাড়ার আকাশে হঠাৎই এক বাজ পড়ার মতো খবর! গোপন সূত্রে খবর—জনপ্রিয় অভিনেত্রী তনুশ্রী চক্রবর্তী নাকি সাত পাকে বাঁধা পড়েছেন! আর এই শুভ কাজটি তিনি সেরেছেন একেবারে নাটকীয় কায়দায়, স্বয়ং লাস ভেগাসে! খবরটি ছড়িয়ে পড়তেই টলিউড থেকে ফ্যানমহল, সকলের কপালে ভাঁজ—কবে ঘটল এই কাণ্ড? কার সঙ্গেই বা নতুন জীবন শুরু করলেন টলি কুইন? অভিনেত্রীর সোশ্যাল মিডিয়ার ঝলকই এই সমস্ত জল্পনার আগুনে যেন ঘি ঢেলেছে। সম্প্রতি তনুশ্রী নিজেই নিজের সোশ্যাল মিডিয়ায় কিছু ছবি পোস্ট করেন, যা দেখে চোখ কপালে ওঠার জোগাড়। সেখানে তাঁকে দেখা যাচ্ছে বিদেশ বিভুঁইয়ে এক পুরুষ সঙ্গীর পাশে, বিয়ের সাজে! বিদেশি কনের মতো সাদা গাউন, হাতে ফুলের তোড়া, আর পিছনের চোখ ধাঁধানো লাস ভেগাসের আলো। হঠাৎ এমন গোপনীয়তা আর বিয়ের সাজে তাঁকে দেখে অনেকেই ধরে নেন, আর অপেক্ষা না করে তিনি তাঁর পছন্দের মানুষটির সঙ্গে ভিনদেশে গিয়ে চটজলদি বিয়ের পর্ব সেরে নিলেন! মুহূর্তে ভাইরাল হয়ে যায় সেই ছবি, শুরু হয় অনুরাগীদের শুভেচ্ছা জানানোর পালা।

                               ছবি : সোশ্যাল মিডিয়া 

​কিন্তু তনুশ্রী চক্রবর্তীর মতো তারকা যখন এমন নাটকীয় সিদ্ধান্ত নেন, তখন তার পেছনে কোনো বড় রহস্য থাকবে না, তাই কি হয়? আসল সত্য হলো, এই ছবিগুলি তাঁর বাস্তব জীবনের কোনো ব্যক্তিগত ঘোষণা নয়। এই সমস্ত চমকই আসলে ছিল ক্যামেরার কারসাজি! এই বিয়ে, এই সাজ, এই বিদেশ বিভুঁইয়ের প্রেক্ষাপট—সবই একটি নতুন সিনেমার অংশ। জানা গিয়েছে, এটি ছিল একটি ছবির শুটিংয়ের দৃশ্য। সেই চরিত্রকেই ফুটিয়ে তোলার জন্য এই বিয়ে-পর্ব। অর্থাৎ, অনুরাগীদের মনে যত প্রশ্ন ও উত্তেজনা ছিল, তার পুরোটাই ছিল এক পরিকল্পিত চমক।
​যাই হোক না কেন, তনুশ্রীর এই 'ভার্চুয়াল বিবাহ' প্রমাণ করে দিল, তিনি কেবল অভিনয় দিয়েই নয়, চমক দিয়েও দর্শকদের মন জয় করতে পারেন। আপাতত, টলিউডের এই জনপ্রিয় অভিনেত্রী বাস্তবে বিয়ের বন্ধনে আবদ্ধ হননি। তবে তিনি যে মুহূর্তে চান, লাস ভেগাসের মতো নাটকীয়ভাবেও তিনি চমক দিতে পারেন, সেই বার্তা তিনি বেশ পরিষ্কারভাবেই দিয়ে রাখলেন।

Post a Comment

নবীনতর পূর্বতন