Top News

GOAT Tour: 'দর্শকদের টাকা না ফেরালে আইনি ব্যবস্থা', কড়া বার্তা ডিজি রাজীব কুমারের

দর্শকরা হাজার হাজার টাকা খরচ করে টিকিট কেটে এসেছিলেন মেসিকে দেখতে (Messi GOAT tour Kolkata), তা তো হয়ইনি, উল্টে চরমবিশৃঙ্খলা দেখল কলকাতা (GOAT tour kolkata mismanagement)। তাই দর্শকদের টাকা ফেরত (ticket fare refund) না দিলে কড়া পদক্ষেপ করা হবে,স্পষ্ট জানালেন ডিজি রাজীব কুমার (DG Rajeev Kumar)। 

তাঁর কথায়, 'দায়ীদের বিরুদ্ধে লিগ্যাল অ্যাকশন (legal action for GOAT tour problems) নেওয়া হবে।' ঘটনাকে গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে, একথা আগেই জানিয়েছিল পুলিশ।ইতিমধ্যেই মূল আয়োজক শতদ্রু দত্তকে (Satadru Dutta Arrest) গ্রেফতার করা হয়েছে।

যুবভারতী থেকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্য পুলিশের কর্তারা সরাসরি এই কলকাতা ট্যুরের এই বিশৃঙ্খলায় আয়োজকদের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন। সাংবাদিক বৈঠকে জাভেদ শামিম,এডিজি আইন-শৃঙ্খলা,জানান, 'আমরা চেষ্টা করব যাতে সমর্থকরা টিকিটের পুরো টাকা ফেরত পান। এখন এই মুহূর্তে সব কিছু করা সম্ভব নয়। আয়োজকদের সঙ্গে কথা বলে যত তাড়াতাড়ি সম্ভব টাকা ফেরত দেওয়ার ব্যবস্থা হবে।'

পুলিশ যে এই বিষয়ে কড়া পদক্ষেপ করতে চলেছে,তা স্পষ্ট জানালেন এডিজি। তাঁর কথায়, 'আজকের এই ঘটনার তদন্ত হবে। শতদ্রু দত্তের (মূল আয়োজক) নামে সমর্থকরা এফআইআর করেছে। আমাদের এখন বুঝতে হবে কোথায় কী হয়েছে,সব কিছু খুঁটিয়ে দেখা হবে। কোথায় কোথায় সমস্যা আছে,কারা দোষী খতিয়ে দেখা হবে। পুলিশ গুরুত্ব দিয়ে বিষয়টা দেখছে।'

তবে পুলিশ আশ্বস্ত করেছে,এখন মাঠে রাস্তায় কোথাও জমায়েত নেই। কারও আহত হওয়ার খবর নেই। সবাই সুস্থ ভাবে বাড়ি পৌঁছে গেছেন।

শনিবার সকাল থেকেই 'গোট ট্যুর ইন্ডিয়া'-র (GOAT Tour India) কলকাতা পর্ব ঘিরে উত্তেজনা ছিল তুঙ্গে। হাজার হাজার দর্শক টিকিট কেটে যুবভারতীতে হাজির হন মেসিকে এক ঝলক দেখার আশায়। কিন্তু নিরাপত্তা বলয়, মঞ্চের অবস্থান এবং বিশিষ্ট ব্যক্তিদের ঘেরাটোপে আর্জেন্তিনীয় তারকাকে কার্যত দেখা যায়নি গ্যালারির বড় অংশ থেকে। মেসির মাঠে উপস্থিতি ছিল মাত্র কয়েক মিনিটের। নির্ধারিত স্টেডিয়াম ল্যাপও সম্পন্ন হয়নি।

এর পরই পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। গ্যালারি থেকে মাঠে নামেন দর্শকদের একাংশ। চেয়ার, বোতল ছোড়া, ব্যানার ছেঁড়ার ঘটনাও ঘটে। নিরাপত্তা বাহিনী পরিস্থিতি সামাল দিতে হিমশিম খায়। শেষ পর্যন্ত মেসিকে দ্রুত স্টেডিয়াম ছাড়াতে হয়।

এই ঘটনার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) প্রকাশ্যে মেসির কাছে ক্ষমা চান এবং গোটা ঘটনার জন্য 'মিসম্যানেজমেন্ট'-কে দায়ী করেন। প্রশাসনিক স্তরে তদন্তের নির্দেশও দেওয়া হয়।

পুলিশ সূত্রে খবর, ভিড়ের অনুমান, টিকিট বিক্রির সংখ্যা ও স্টেডিয়ামের বাস্তব ক্ষমতার মধ্যে বড় ফারাক ছিল। নিরাপত্তা পরিকল্পনাতেও একাধিক ত্রুটি ধরা পড়েছে। কোন পর্যায়ে কত দর্শক মাঠে প্রবেশ করবেন, মেসির চলাচলের রুট— এই সব বিষয়ে সমন্বয়ের অভাব ছিল বলেই প্রাথমিকভাবে মনে করছে প্রশাসন।

এদিকে, টিকিট কেটে মাঠে ঢুকে মেসিকে দেখতে না পাওয়ায় ক্ষুব্ধ দর্শকদের বড় অংশ। অনেকেই প্রকাশ্যে ক্ষতিপূরণের দাবি তুলেছেন। রাজ্য পুলিশের বক্তব্যে সেই দাবিরই আংশিক প্রতিফলন মিলল।

মেসির ভারত সফরের (Messi India tour schedule) পরবর্তী পর্ব হায়দরাবাদ ও দিল্লিতে। কিন্তু কলকাতার এই বিশৃঙ্খলা গোটা 'গোট ট্যুর' (goat tour)-কে বড় প্রশ্নের মুখে দাঁড় করাল। এখন দেখার - তদন্তের পর দায় কার ঘাড়ে কতটা এসে পড়ে, আর ক্ষতিপূরণ বাস্তবে কীভাবে কার্যকর হয়।

Post a Comment

নবীনতর পূর্বতন